নির্বাচক প্যানেলে পরিবর্তন আসছে কিনা; চুরান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলো বিসিবি

un11

গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের মেয়াদ। বোর্ডের তরফ থেকে এতোদিন নির্বাচক প্যানেলে পরিবর্তন আনার ইঙ্গিত দেওয়া হচ্ছিল। তবে আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয় ভিন্ন কথা। জানানো হয়, নির্বাচক হিসেবে মেয়াদ বাড়ছে নান্নু-বাশারের। বিসিবি দ্রুতই জানিয়ে দেবে, তাদের সঙ্গে চুক্তির মেয়াদ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সংবাদমাধ্যমকে বোর্ডের অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সিরিজ চলছে বলে না, পরবর্তী নোটিশ পর্যন্ত তারা দায়িত্বে (নান্নু-সুমন) থাকছে। চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। খুব শিগগিরই চূড়ান্ত হয়ে যাবে তাদের চুক্তি কতদিন বাড়ানো হবে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তিনি আরও যোগ করেন, ‘যেহেতু সিদ্ধান্ত হয়নি, আমাদের মধ্যে শুধু আলাপ-আলোচনা হয়েছে তারা সেদিন (নির্দিষ্ট একটা সময়) পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবে। এ কারণেই তারা বহাল আছে।’ ৩১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হলেও বোর্ডের চাওয়াতে দায়িত্ব পালন করে যাচ্ছেন দু’জন। তাদের সঙ্গে আছেন আরেক নির্বাচক খান আব্দুর রাজ্জাক।

You May Also Like