ব্রেকিং নিউজঃ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সময় প্রকাশ

un10

ঘরের মাঠে এখন পর্যন্ত ওয়ানডে সুপার লিগের আটটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে সাতটিই জিতেছে তামিম ইকবালের দল। গত বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেটি ছিল ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের প্রথম সিরিজ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরেরটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সেখানে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করলেও শেষ ম্যাচে হেরে সুপার লিগের ১০ পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ হারাতে হয়েছিল। আফগানিস্তানের বিপক্ষেও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জেতায় সিরিজ এখন বাংলাদেশের। তবে শ্রীলঙ্কা সিরিজের ভুলটা আফগানিস্তানের বিপক্ষে করতে চান না​ তামিম-সাকিব-মিরাজরা। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের শেষে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সেটিই বললেন। তিনি মনে করেন, সিরিজ জয়ের চেয়েও এ মুহূর্তে ১০ পয়েন্ট নিশ্চিত করাটা জরুরি, ‘সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু সুপার লিগের সেরা আটটা দলই কোয়ালিফাই করবে। সিরিজ জিতেছি, খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট একটা ম্যাচ জিতে ১০ পয়েন্ট নেওয়া।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সুপার লিগে বাংলাদেশের ঘরের মাঠে পরবর্তী সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। চেনা কন্ডিশনে খেলা হলেও বিশ্বকাপজয়ী ইংলিশদের হারানো যে মোটেও সহজ নয়, সেটি জানেন ক্রিকেটাররা। এ ছাড়া সুপার লিগে বাংলাদেশের বাকি সিরিজ দুটি দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের মাটিতে। সে জন্যই ঘরের মাঠে যতটা সম্ভব পয়েন্ট অর্জন করে এগিয়ে থাকতে চাইছে বাংলাদেশ দল। মিরাজও সেই ভাবনা থেকেই শেষ ম্যাচটা জেতার ওপর গুরুত্ব দিয়েছেন,

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

‘সামনে হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আমি মনে করি, এই ১০ পয়েন্ট যদি নিতে পারি, তখন আমাদের জন্য বাকি পথ সহজ হয়ে যাবে। আমরা এ ব্যাপারে কোনো নেতিবাচক চিন্তা করছি না। ইতিবাচক চিন্তা করছি। কালকের ম্যাচটা আছে। আমরা চেষ্টা করব শতভাগ দিয়ে খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’ ওয়ানডে সুপার লিগে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ১০টি জিতেছে বাংলাদেশ। ১০০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশের অবস্থান।
মে মাসে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ অনুষ্ঠিত হবে।

You May Also Like