
কোচের পদ থেকে বরখাস্ত হলেন মার্সেলো বিয়েলসা। রোববার (২৭ ফেব্রুয়ারি) লিডস ইউনাইটে তাকে বিদায় জানিয়েছে। বিয়েলসাকে বরখাস্ত করে লিডস ইউনাইটেডের চেয়ারম্যান আন্দ্রেয়া রাদরিজানি বলেন, ‘প্রিমিয়ার লিগে আমাদের মান রক্ষায় পরিবর্তন দরকার ছিল। আমি ক্লাবের ভালোর কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি। দলের সাম্প্রতিক ফল এবং পারফরম্যান্স আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি।’





টটেনহ্যামের সঙ্গে ৪-০ গোলে হেরে যাওয়ায় মূলত তাৎক্ষণিক বরখাস্ত হয়েছেন বিয়েলসা। এ হারের ফলে রেলিগেশন জোনের খুব কাছে অবস্থান করছে ইংল্যান্ডের ক্লাবটি। ২৬ ম্যাচে ৫ জয়, ৮ ড্র ও ১৩ হারে তাদের পয়েন্ট মাত্র ২৩। টেবিলে লিডসের অবস্থান ১৭তম স্থানে। রেলিগেশন জোনের তিনটি স্থানে রয়েছে বার্নলি, ওয়ার্টফোর্ড ও নরউইচ সিটি।





২০১৮ সালে আর্জেন্টাইন এ তারকা দায়িত্ব নেন লিডস ইউনাইটেডের। তখন এ ক্লাবটি খেলত ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগে। তার ক্যারিশমাতেই টপ ডিভিশনে উঠে আসে লিডস। টপ ডিভিশনে উঠে আসলেও পারফরম্যান্সে ঘাটতি পূরণ করতে পারেনি তারা। এ মাসেই পাঁচ ম্যাচে ২০ গোল হজম করেছে লিডস। রাদরিজানি বলেন, ‘আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। তাই আমার মনে হয়েছে, এখনই নতুন হেড কোচ নিয়ে আসা প্রয়োজন। কারণ বাকি সময়টায় আমাদের পজিশনে উন্নতি করতে হবে। স্বাভাবিকভাবে, আমরা তাকে (মার্সেলো) ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাদের ক্লাবকে অনেক কিছু দিয়েছেন। তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’





বিয়েলসা এর আগে জাতীয় দলসহ বেশ কয়েকটি নামি-দামি ক্লাবকে কোচিং করিয়েছেন। ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ছিলেন আর্জেন্টিনার কোচ, চিলির কোচের দায়িত্বে ছিলেন ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত। এছাড়াও তিনি নিউওয়েলস ওল্ড বয়েজ, এস্পানিয়ল, অ্যাথেলেটিক বিলবাও, ল্যাজিও ও লিলের কোচ হিসেবে কাজ করেছেন।
সূত্রঃ SomoyTv