১০ ম্যাচ না খেলেও শীর্ষে কেন মেসি; দেখেনিন হিসাব-নিকাশ

un7 1

লিগ ওয়ানের চলতি মৌসুমে ২৬ ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও আছে তারা। তার মধ্যে প্যারিসের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সুযোগ হয়েছে ১৬ ম্যাচ মাঠে নামার। তাতেই লিগে সর্বোচ্চ অ্যাসিস্টে সবার শীর্ষে আর্জেন্টাইন ফরোয়ার্ড।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিকে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে সেঁত-এতিঁয়েনের বিপক্ষে পিএসজির ৩-১ ব্যবধানের জয়ে কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে জোড়া গোল করিয়েছেন মেসি। এ নিয়ে লিগে টানা পাঁচটি অ্যাসিস্ট করলেন তিনি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

লিগ ওয়ানের এই মৌসুমে ১৬ ম্যাচ ও ১২৫৩ মিনিট খেলে ১০ অ্যাসিস্ট ও ২ গোল করেছেন বার্সেলোনার সাবেক তারকা। সমান অ্যাসিস্ট করে দুই ও তিনে অলিম্পিক মার্শেইয়ের মিডফিল্ডার দিমিত্রি পায়েত ও পিএসজির এমবাপ্পে। তবে দুজনে ম্যাচ খেলেছেন যথাক্রমে ২২ ও ২৪টি।

এর আগে চোট ও করোনা আক্রান্ত হওয়ায় ১০ ম্যাচ খেলতে পারেননি মেসি। গত আগস্টে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা।

You May Also Like