
ফ্রান্সের লিগ ওয়ানে গোলখরা চলছেই লিওনেল মেসির। তবে দুর্দান্ত পারফর্মেন্স তার অব্যাহত রয়েছে। গতরাতে সেইন্ট এতিয়েন্সের বিপক্ষে ম্যাচে গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন দুটি। তার দুই অ্যাসিস্ট এবং এমবাপ্পের দুই গোল ও এক অ্যাসিস্টের উপর ভরে পিএসজি জয় পেয়েছে ৩-১ গোলের ব্যবধানে।





পিএসজির মাটিতে অনুষ্ঠিত ম্যাচের ১৬ মিনিটে পিএসজিকে ভরকে দিয়ে এগিয়ে যায় এতিয়েন্স। তবে ম্যাচের ৪২ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল সমতা এনে দেয় পিএসজিকে। মেসির অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি।





বিরতি থেকে মাঠে নামার সঙ্গে সঙ্গেই দ্বিতীয় গোলটিও পেয়ে যান এমবাপ্পে। যথারীতি এখানেও মেসির পাস এবং এমবাপ্পের গোল। ৫ মিনিট পরই অর্থাৎ ম্যাচের ৫২ মিনিটে এমবাপ্পের পাস থেকে দানিলো পেরেইরা গোল করে ব্যবধান করেন ৩-১। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।