
লিওনেল মেসি ও এমবাপের যুগলবন্দিতে আবারো ঘুরে দাঁড়ালো পিএসজি। সাঁত এতিয়েনকে হারিয়ে লিগ ওয়ানে জয়ের পথে ফিরলো তারা। প্যারিসে ঘরের মাঠের ম্যাচটি ৩-১ গোলে জিতে লিগ টেবিলে এগিয়ে গেছে পিএসজি।





সাঁত এতিয়েনের বিপক্ষে গোল পাননি লিওনেল মেসি। জোড়া গোল করেছেন এমবাপে। তার দুটি গোলের জোগান দিয়েছেন মেসি। পার্ক দে প্রিন্সেসে ড্যানিশ বোয়াঙ্গার গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তাদের সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর এই ফরাসি ফরোয়ার্ড দলকে এগিয়েও নেন। এছাড়া পিএসজির হয়ে একবার জালের দেখা পান দানিলো পেরেরা।





এদিন শুরুতে অবশ্য পিছিয়ে গিয়েছিল পিএসজি। ম্যাচের সপ্তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগ আসে পিএসজির কাছে। তবে ১২ মিনিটে পাল্টা আক্রমণ করে সাঁত। এরপরে চার মিনিটের অপেক্ষা, ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় সাঁত এতিয়েন। নিজেদের ডি-বক্সের বাইরে পিএসজি নিজেদের বলের নিয়ন্ত্রণ হারালে দেনিস বোয়াঙ্গা সাঁতকে এগিয়ে দেন।
এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও ম্যাচে সমতায় ফিরতে পিএসজিকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়। ম্যাচের প্রথমার্ধের আগে ৪২ মিনিটে মেসি-এমবাপের নৈপুণ্যে সমতায় ফেরে পিএসজি। মেসির দারুণ পাস থেকে এমবাপের জোড়াল শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।





দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আবারও এই দুই তারকার ঝলক। আবারও মেসির পাস থেকে দলকে এগিয়ে দেন এমবাপে। চার মিনিট পরই ফের সাঁত এতিয়েনের জালে বল। ম্যাচের ৫২ মিনিটে এমবাপের সহযোগিতায় হেডে ব্যবধান বাড়ান পেরেইরা। ৩-১ গোলে এগিয়ে থাকার ফলে ম্যাচের বাকি সময়েও আধিপত্য ধরে রাখে পিএসজি।
২৬ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আছে মার্সেই। এক ম্যাচ কম খেলেছে তারা।
Messi with the assist on the Mbappe goal for PSG! #psg #Messi𓃵 #mbappe pic.twitter.com/cYkl9qJqEo
— shivani patel (@crazycatshivani) February 26, 2022