সিরিজ হেরে বাংলাদেশকেই দোষারোপ করছেন আফগান ব্যাটার

un3

চট্টগ্রামে চলমান বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে জিতে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এদিকে স্বাভাবিকভাবেই চলমান ওয়ানডে সিরিজে স্পিনাররা বেশি সুবিধা করতে পারছেন না। বরং পেসাররা পাচ্ছেন উল্লেখযোগ্য সাফল্য। এমতাবস্থায় দ্বিতীয় ওয়ানডে হারের পর আফগান উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ দাবি করেছেন, আফগানিস্তানের স্পিন আক্রমণের ভয়েই পেস-বান্ধব উইকেট বানিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বাংলাদেশকে পরোক্ষভাবে দোষ দেওয়ার পাশাপাশি একইসঙ্গে নিজেদের স্পিন অ্যাটাককে বিশ্বসেরা মনে করেন গুরবাজ। তিনি বলেন, ‘তারা জানে আমরা এক নম্বর স্পিন অ্যাটাক, তাই উইকেট বানিয়েছে পেসারদের জন্য।’ গুরবাজ আরো বলেন, ‘এটা বাংলাদেশের হোম সিরিজ। তাই আমরা আমাদের স্পিন-বান্ধব উইকেট আশাও করছি না। আসল জিনিস হল, আমরা আজ ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করিনি। স্পিন বা পেস বড় কথা নয়, আরও বেশি সময় ধরে ব্যাট করতে হবে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

গুরবাজ মানছেন, সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী খেলা উপহার দিতে পারছে না আফগানিস্তান। তিনি বলেন, ‘মানুষ আমাদের কাছে আরও বেশি আশা করে। আমার মনে হয় না পেসের বিরুদ্ধে আমাদের কোনো সমস্যা হয়। তবে তাদের নিয়ন্ত্রণ ভালো। ব্যাটিং ও বোলিংয়ে ভালো দিন পার করেছে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সিরিজ হেরে গেলেও ওয়ানডে সুপার লিগে ১০ পয়েন্ট পেতে শেষ ম্যাচকেও গুরুত্ব সহকারে নিচ্ছে সফরকারীরা। গুরবাজ বলেন, ‘আশা করি পরের ম্যাচে ভালো করব। আমাদের জন্য প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই সিরিজ হেরে গেছি বলে আশা হারানো যাবে না। আমরা ১০ পয়েন্ট চাই। তাই শেষ ম্যাচে সেরাটা ঢেলে দিব।’

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামেই মুখোমুখি হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান।

You May Also Like