ব্রেকিং নিউজঃ নতুন প্রবাসী ফুটবলার খুজে পেল বাংলাদেশ

a16

জামাল ভূঁইয়া, তারিক কাজী, নবাব, মাহাদীর পর বাংলাদেশি বংশোদ্ভূত আরেক প্রবাসী ফুটবলার এসেছেন বাংলাদেশের ফুটবলে, তার নাম স্যামুয়েল এলহাজ হাডসন। এবারের বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টাইগার অধিনায়ক জামাল ভূঁইয়ার দল সাইফ স্পোর্টিংয়ে খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। ইতিমধ্যেই সাইফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

স্যামুয়েল এলহাজের চুক্তি সম্পর্কে ক্লাবটির মিডিয়া ম্যানেজার সাইফ মাহবুব বলেন, ‘সে গত মৌসুমে দুই সপ্তাহের মতো আমাদের দলে ছিল। তার বাবা বাংলাদেশি ও তার নিজের বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। সে সেন্টার ব্যাক পজিশনে খেলে। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরে খেলার অভিজ্ঞতা রয়েছে ওর।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ চলছে। দ্বিতীয় লেগে তার নিবন্ধন ফরম বাফুফেতে জমা দেবে সাইফ স্পোর্টিং।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিকে ইতিমধ্যেই দলের সঙ্গে অনুশীলন করছেন ১৯ বছর বয়সী ডিফেন্ডার স্যামুয়েল। স্যামুয়েলের স্বপ্ন লাল সবুজের জার্সিতে একদিন মাতাবেন বিশ্ব। স্যামুয়েল বলেন, ‘ইংল্যান্ডে থাকলে হয়তো আরো অনেক বেশি সুযোগ থাকতো, তবে বাবা খুব করে চান আমি বাংলাদেশের হয়ে খেলি। এখানে সব কিছু আপন লাগছে, জানি জাতীয় দলে খেলতে অনেক পথ পাড়ি দিতে হবে।’

উল্লেখ্য, স্যামুয়েলের জন্ম ইংল্যান্ডে, বাবা জয়নাল আলী একজন সিলেটি। আর সেই সূত্রেই বাংলাদেশ পাসপোর্ট পেয়েছেন। ছয় ফুট উচ্চতার স্যামুয়েল ইংল্যান্ডে খেলতেন ইয়কশায়ারের ক্লাব সিলস্টেনে খেলবেন। চার বছরের চুক্তিতে সাইফ স্পোর্টিংয়ে খেলবেন এখন।

You May Also Like