আফগানদের হোয়াইটওয়াশ করতে নতুন পরিকল্পনা বাংলাদেশের একাদশে আসতে পারে দুই পরিবর্তন বাদ পড়বে যারা

tami

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বড় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ দলের এবার লক্ষ্য আফগানিস্তানকে এই সিরিজে হোয়াইটওয়াশ করা। আফগানদের তৃতীয় ম্যাচে হারাতে পারলে হোয়াইটওয়াশ করার পাশাপাশি বিশ্বকাপ সুপার লিগেও টাইগাররা পাবে ১০ পয়েন্ট।
সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ তা এবার দেখে নেয়া যাক।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

চট্টগ্রামে প্রথম ম্যাচে ব্যাট হাতে রানের দেখা পাননি ওপেনার লিটন দাস। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ১৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আফগানদের বিপক্ষে বড় স্কোর গড়তে সক্ষম হয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান। তৃতীয় ওয়ানডেতেও অধিনায়ক তামিমের ওপেনিং পার্টনার হিসেবে তাই থাকছেন লিটন।
গত দুই ম্যাচে রানের দেখা পাননি সাকিব আল হাসানও। তিন নম্বর পজিশনে তাই সাকিব শেষ ম্যাচে ব্যাট হাতে নিজেকে খুঁজে পাওয়ার মিশনেই নামবেন। পরের পজিশনে মুশফিকুর রহিম থাকলেও পরিবর্তন আসতে পারে পাঁচ নম্বর পজিশনে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

প্রথম ম্যাচে রানের দেখা না পাওয়া ইয়াসির আলি রাব্বি দ্বিতীয় ম্যাচে মাঠ নামার সুযোগই পাননি। সিরিজের শেষ ম্যাচে তার একাদশে থাকা নিয়ে রয়েছে সন্দেহ। তার পরিবর্তে একাদশে যুক্ত হতে পারেন আরেক ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অন্যদিকে বোলিং বিভাগেও আসতে পারে পরিবর্তন। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় কিছুটা আঘাত পেয়েছেন শরিফুল ইসলাম। তার সেই আঘাত কতটা গুরুতর তা এখনও জানা না গেলেও যদি তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট বাড়তি ঝুঁকি না নিতে চায় তাহলে হয়ত একাদশের বাইরে রাখা হতে পারে তাকে। এক্ষেত্রে তার পরিবর্তে একাদশে যুক্ত হতে পারেন আরেক অনভিষিক্ত পেসার এবাদত হোসেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে ২৮ জানুয়ারি সকাল ১১টায়।

এক নজরে দেখে নেয়া যাক তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

You May Also Like