
বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইতিমধ্যে ২-০ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তাই ৩য় ম্যাচটি নিয়ম রক্ষার হলেও আইসিসি সুপার লিগের অংশ বলে কোনো রকম রিকস নিতে চাইবে না বাংলাদেশ। বাংলাদেশ তাদের শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে।





চলুন দেখে নেয়া যাক আফগানিস্তানের বিপক্ষে ৩য় ওয়ানডে ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।





ওপেনিংয়ে দেশ সেরা ওপেনার তামিমের সাথে দুর্দান্ত ফর্মে থাকা লিটনকে দেখা যাবে এইটা নিশ্চিত। তিন নম্বর পজিশনে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চার নম্বরে দেখা যাবে দেশ সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। দারুন ছন্দে আছেন এই ক্রিকেটার। এরপর বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহামুদউল্লাহ রিয়াদকে দেখা যাবে। ছয় নম্বরে দেখা যাবে দারুন ছন্দে থাকা আফিফ হোসেনকে। সাতে ইয়াসির আলী রাব্বি। ৮ নম্বরে প্রথম ম্যাচে ইতিহাস গড়া মেহেদী হাসান মিরাজ।





আর পেস বোলিং সামলাবেন কাটার মাস্টার মুস্তাফিজের সাথে দারুন ছন্দে থাকা শরিফুল ইসলাম ও তাসকিন আহাম্মেদ। গত ম্যাচে একাই ধসিয়ে দেয় আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ।
আফগানিস্তানের বিপক্ষে ৩য় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক) লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহামুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহাম্মেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।