লিটন দাসকে আউট করা বিষয় নিয়ে নিজে নিজেই বোমা ফাটালেন লিটন!

a5

বুধবার সিরিজের প্রথম ম্যাচে যারপরনাই ব্যর্থ ছিল বাংলাদেশের টপঅর্ডার। তা শুধরে নিয়ে আজ টপঅর্ডারের দুই ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম খেললেন দুর্দান্ত দুই ইনিংস। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে লিটন করলেন ১৩৬ রান। সেঞ্চুরি না পেলেও মুশফিকের ব্যাট থেকে এলো ৮৬ রানের অসাধারণ এক ইনিংস। এ জুটির সংগ্রহ ২০২ রান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ইনিংসের শুরু থেকে ৪৭তম ওভার পর্যন্ত খেলে ১২৬ বলে ১৩৬ রানের সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে লিটনের হাতেই। ম্যাচ শেষে তিনি জানালেন, আজকের ম্যাচেও উইকেটে চ্যালেঞ্জ ছিল। তবে পরিকল্পনা ভালো থাকায় এবং তা ভালোভাবে বাস্তবায়ন করতে পারায় মিলেছে সাফল্য। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘উইকেটে চ্যালেঞ্জ ছিল। সে (ফারুকি) যে খারাপ বল করেছে তা নয়। জিনিসটা হচ্ছে আপনি কীভাবে পরিকল্পনা করছেন। খেলাটাকে নিয়ে কী ভাবছেন? আমি চাইলে হয়তো শুরুর দিকে ডাউন দ্য উইকেটে গিয়ে মারতে পারতাম। তাতে কী হতো? চার বা ছয়। কিন্তু তাতে অনেক ঝুঁকি থাকতো।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এসময় লিটন জানান, এখন নিজের উইকেটের মূল্য বুঝতে পারছেন তিনি। যা প্রত্যেক ব্যাটারেরই বোঝা উচিত বলে মনে করেন তিনি। আর সেই মূল্য দেওয়ার চেষ্টায়ই হচ্ছেন সফল। যার সুবাদে পাঁচ ইনিংসের মধ্যে হাঁকালেন দ্বিতীয় সেঞ্চুরি। তার আশা, সামনেও এভাবে নিজের উইকেটের মূল্য দিতে পারবে।
লিটনের ভাষ্য, ‘আমার উইকেট যাওয়া মানে তো দল চাপে পড়ে যাওয়া। আমার মনে হয় যে এই জিনিসটা নিজে থেকে বদলে ফেলা প্রত্যেক ব্যাটারের জন্য গুরুত্বপূর্ণ। আমি এ জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করছি যে আমার উইকেটের একটা মূল্য আছে, তো নিজের মূল্যটা দিচ্ছি। আশা করি সামনেও দিতে পারবো।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ডানহাতি এ ওপেনারের এখন লক্ষ্য থাকে অন্তত ৩৫ ওভার পর্যন্ত ব্যাট করা। কারণ তার নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস আছে যে, ৩৫ ওভার পর্যন্ত খেলতে পারলে বিশ্বের যেকোনো দলের বিপক্ষে অন্তত ৮০ রান করে ফেলতে পারবেন। এরপর চালিয়ে খেলে দ্রুত রান তোলার দিকে মন দেওয়ার কথাই জানালেন লিটন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তিনি বলেন, ‘ওপেনার হিসেবে আমার দায়িত্ব হলো বড় ইনিংস খেলা। আমার প্রথম লক্ষ্য থাকে ৩৫ ওভার ব্যাটিং করা। আমার যে সামর্থ্য আছে বিশ্বের যেকোনো দলের বিপক্ষে ৩৫ ওভার খেলতে পারলে অন্তত ৮০ রান করতে পারবো। ঐ জিনিসটাই আজকে চেষ্টা ছিল। যখন আমি ও মুশি ভাই খেলছিলাম, জুটিটা ভালো হচ্ছিল। আমরা ৪০ ওভার পর চিন্তা করলাম যত রানটা এগিয়ে নেওয়া যায়। কারণ তখন আমরা দুজনই সেট। তো আমরা চেষ্টা করেছি ইউজ করার জন্য।’
সূত্রঃ JagoNews24

You May Also Like