
এক ম্যাচ হাতে রেখেই আফগানদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হারের স্বাদ দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে ৮৮ রানের রাজসিক জয়।





সাগরিকায় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে শতক হাঁকান লিটন দাস।





১২৬ বলের মোকাবেলায় ১৬টি চার ও ২টি চারের সহায়তায় ১৩৬ রান করেন লিটন। মুশফিকুর রহিমও পৌঁছে গিয়েছিলেন তিন অঙ্কের কাছাকাছি। সাজঘরে ফেরার আগে ৯৩ বলে ৮৬ রান করেন তিনি, হাঁকান ৯টি চার। দ্বিতীয় উইকেটে লিটন ও মুশফিক গড়েন ২০২ রানের পার্টনারশিপ।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে সফরকারী দল। চতুর্থ উইকেটে ৯০ রানের পার্টনারশিপ গড়েন রহমত শাহ ও নাজিবউল্লাহ জাদরান। অর্ধশতক হাঁকিয়ে দুজনই ফেরেন সাজঘরে। রহমত ৭১ বলে ৫২ ও জাদরান ৬১ বলে ৫৪ রান করেন।





এরপর মোহাম্মদ নবী (৩২) ও রশিদ খান চেষ্টা চালালেও দলের হার ঠেকাতে পারেননি। ৪৫.১ ওভারে অলআউট হওয়ার আগে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২১৮ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান দুটি করে উইকেট শিকার করেন।
এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ দল।





সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
বাংলাদেশ : ৩০৬/৪ (৫০ ওভার)
লিটন ১৩৬, মুশফিক ৮৬, সাকিব ২০
ফরিদ ৫৬/২, রশিদ ৫৪/১
আফগানিস্তান : ২১৮/১০ (৪৫.১ ওভার)
নাজিবউল্লাহ ৫৪, রহমত ৫২
সাকিব ২৯/২, তাসকিন ৩১/২
ফল : বাংলাদেশ ৮৮ রানে জয়ী।