
সম্প্রচারকারী সংস্থা স্টারের দাবি মেনে নিল ভারতীয় বোর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১৫ তম আসরের খেলা মাঠে গড়াবে ২৬ মার্চ। বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





ভারতেই বসতে যাচ্ছে এবারের আইপিএল আসর।
খেলা হবে চারটি মাঠে। ওয়াংখেড়েতে হবে ২০টি ম্যাচ, ব্রেবোর্নে হবে ১৫টি ম্যাচ, ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ২০টি ম্যাচ এবং পুনের এমসিএ স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ।





আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, ‘২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। কিছু দিনের মধ্যেই পুরো সূচি জানিয়ে দেওয়া হবে। এই বছর মাঠে দর্শকও থাকবে। ২৫ অথবা ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন। ’





এবারের আইপিএল নিলামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কোনো দল পাননি। তবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।