রেকর্ডঃ এবার জুটির রেকর্ডে লিটন-মুশফিক

rec

বুধবার সিরিজের প্রথম ম্যাচে সপ্তম উইকেট জুটিতে বিশ্ব রেকর্ডে নাম তুলেছিলেন মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব। আজ (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে বড় জুটি গড়লেন লিটন দাস ও মুশফিকুর রহিম। বিশ্ব রেকর্ড না হলেও, বাংলাদেশের পক্ষে জুটির রেকর্ডে উঠে গেছে তাদের নাম।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ইনিংসের ১৬তম ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসান আউট হওয়ার পর জুটি বাঁধেন লিটন ও মুশফিক। এ জুটির ভাঙন ঘটে ৪৬তম ওভারের দ্বিতীয় বলে গিয়ে। মাঝের ৩১তম ওভারে আসে ২০২ রান। লিটন খেলেন ১২৬ বলে ১৩৬ রানের ইনিংস। মুশফিক করেছেন ৯৩ বলে ৮৬ রান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

লিটন-মুশফিকের এই ২০২ রান তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। এছাড়া সবমিলিয়ে যেকোনো উইকেটে পঞ্চম সর্বোচ্চ রানের জুটি এটি। এ নিয়ে পঞ্চমবারই কোনো উইকেটে ২০০ রানের জুটি দেখলো বাংলাদেশ। সর্বোচ্চ রানের জুটিতেও আছে লিটনের নাম ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে উদ্বোধনী জুটিতে ২৯২ রান যোগ করেছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। সেদিন বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রান করেছিলেন লিটন। তামিমের ব্যাট থেকেও আসে ১২৬ রান। আজ ১৩৬ রানের ইনিংস খেলে তৃতীয় উইকেট জুটির রেকর্ডে নাম তুললেন লিটন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি
১/ লিটন দাস ও মুশফিকুর রহিম – ২০২ রান বনাম আফগানিস্তান (২০২২)
২/ মুশফিকুর রহিম ও তামিম ইকবাল – ১৭৮ রান বনাম পাকিস্তান (২০১৫)
৩/ এনামুল হক ও মুশফিকুর রহিম – ১৭৪ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১২)
৪/ মুশফিকুর রহিম ও তামিম ইকবাল – ১৬৬ রান বনাম ইংল্যান্ড (২০১৭)
৫/ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান – ১৪২ রান বনাম দক্ষিণ আফ্রিকা (২০১৯)

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি
১/ তামিম ইকবাল ও লিটন দাস (১ম উইকেট) – ২৯২ রান বনাম জিম্বাবুয়ে (২০২০)
২/ সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫ম উইকেট) – ২২৪ রান বনাম নিউজিল্যান্ড (২০১৭)
৩/ ইমরুল কায়েস ও সৌম্য সরকার (২য় উইকেট) – ২২০ রান বনাম জিম্বাবুয়ে (২০১৮)
৪/ তামিম ইকবাল ও সাকিব আল হাসান (২য় উইকেট) – ২০৭ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১৮)
৫/ লিটন দাস ও মুশফিকুর রহিম (৩য় উইকেট) – ২০২ রান বনাম আফগানিস্তান (২০২২)

You May Also Like