লিটনের সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়লো বাংলাদেশ

Picsart 22 02 25 15 07 01 078

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা তামিম ইকবাল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ব্যাট হাতে ওপেনিং জুটিতে ৩৮ রান তুলেন তামিম-লিটন। এরপর ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে আফগান পেসার ফজলহক ফারুকীর করা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তামিম। আউট হওয়ার আগে করেন ১২ রান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

দ্বিতীয় উইকেটের খেলতে নামা সাকিব আল হাসান ব্যক্তিগত ২০ রানে রশিদ খানের বলে সাজঘরে ফেরেন।তৃতীয় উইকেটে ব্যাট করতে আসেন দলের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। দুই প্রান্ত থেকে সমান তালে থেলতে থাকেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। ১০৭ বলে ১৪ চারে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন লিটন দাস।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আগের ম্যাচে সপ্তম উইকেটে দেশের ইতিহাসে সর্বোচ্চ ১৭৪ রানের জুটি গড়েছিলেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এবার তৃতীয় উইকেটে পার্টনারশিপ রেকর্ড বলেছেন লিটন এবং মুশফিক। মুশফিকুর রহিম ও লিটন দাস আগের ১৭৮ রানের জুটির রেকর্ড ভেঙে ২০২ রানের জুটি গড়েন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তবে ইনিংসের ৪৭ তম ওভারে লিটন এবং মুশফিকের উইকেট তুলে নেন ফরিদ রহমান। তার স্লো বলে স্ট্রেট ডিপ স্কয়ার লেগে মুজিব উর রহমানের ক্যাচ হন লিটন দাস। ১২৬ বলে ১৬টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ১৩৬ রান করে আউট হন লিটন দাস। পরের বলেই বিদায় নেন মুশফিকুর রহিম। ফজলহক ফারুকির ক্যাচ হন তিনি ৮৬ রান করে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাসমতুল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি।

You May Also Like