
বাংলাদেশ বনাম আফগানিস্তান: তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে সকালে। চট্টগ্রামের স্পোর্টিং উইকেটের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। যদিও আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি জানান, টস জিতঅলে বোলিং নিতেন।





ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রথম দশ বলে রান আসেনি ব্যাট থেকে। ৭ রান আসলেও সেটি বাই রান। তবে আফগান বোলারদের সামনে নিজেদের থিতু করতে সময় নিলেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি টাইগার ওপেনার তামিম ইকবাল।





সপ্তম ওভারের দ্বিতীয় বলে ফজল ফারুকির বল পায়ে লাগলে আম্পায়ার সিদ্ধান্ত দেন এলবিডব্লুর। তামিম রিভিউ নিলে দেখা যায় বল হিট করে লেগ স্টাম্পে। ২৪ বলে ২ চারে ১২ রান করে সাজঘরে ফিরেছেন তামিম।
লিটন দাস লড়াই করছেন প্রতিপক্ষের বোলারদের সঙ্গে। অপরাজিত আছেন ২৮ বলে ২৪ রানে। নতুন ব্যাটার সাকিব আল হাসান রয়েছেন ২৬ বলে ১৬ রান নিয়ে। ১৩ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেটে ৭৪ রান।