বাংলদেশ ওয়ানডে দলকে নিয়ে ‘হিম্তত’ দেখাচ্ছে খালেদ মাহমুদ সুজন

2212

বাংলাদেশের ক্রিকেটকে এক স্মরণীয় মুহূর্ত উপহার দিইয়েছেন মেহেদি মিরাজ আর আফিফ হোসেন ধ্রুব। ১৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া মিরাজ খেলেছেন ১২০ বলে অপরাজিত ৮১ রানের স্মরণীয় এক ইনিংস। ৪৫ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশের জন্য যা ছিল অত্যন্ত জরুরি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বাংলাদেশের টিম ডিরেক্টর সুজন মনে করেন কাল শুক্রবার দ্বিতীয় ম্যাচেই দেখা মিলবে আরও তেজোদ্দীপ্ত এবং উজ্জ্বল বাংলাদেশের। তার আশাবাদী উচ্চারণ, ‘প্রথম দিনের অনুজ্জ্বলতা কাটিয়ে আমাদের টপ ও মিডল অর্ডার আলো ছড়াবে। মাঠ মাতাবে। আমি তো সেটাই বিশ্বাস করি।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এমন আশার কথা শোনালেও খালেদ মাহমুদ সুজন মানছেন, আফগানরা কঠিন প্রতিপক্ষ। তিনি বলেন, ‘আফগানিস্তান সহজ প্রতিপক্ষ নয়। লড়াকু দল। তাদের বোলিং খুবই শক্তিশালী। রশিদ, নবি আর মুজিব তো একদম বিশ্বমানের বোলার।’

তবে জাতীয় দলের এ সাবেক অধিনায়কের স্থির বিশ্বাস, বাংলাদেশ ওয়ানডেতে আফগানিস্তানের চেয়ে সব দিক থেকেই ভালো দল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সুজন বলেন, ‘আমি মনে করি এ ফরম্যাটে আমরা আফগানিস্তানের চেয়ে অনেক শক্তিশালী। আমাদের বোলিং ও ব্যাটিং অনেক স্ট্রং। ওয়ানডেতে আফগানদের চেয়ে অনেক বেটার। আমরা কমপ্লিট প্যাকেজ। সুন্দর একটা দল। টিম ব্যালেন্স খুব ভাল। সে হিসেবেই বলছি, আই হোপ উই উইল কাম ব্যাক ভেরি স্ট্রংলি ইনশাল্লাহ। আগামী দুই ম্যাচ আমরা ভাল ক্রিকেট খেলবো।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সুজনের বিশ্বাস, ভাল ক্রিকেট উপহারের প্রথম শর্তই হলো প্রসেসটা ঠিক রাখা। তার ভাষায় প্রসেস ঠিক রাখা ভেরি ইম্পরট্যান্ট। জাতীয় দলের বর্তমান প্রধান থিঙ্ক ট্যাঙ্ক এখন থেকেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরুর পক্ষে।

You May Also Like