
বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২য় ওয়ানডে ম্যাচে আগামীকাল মাঠে নামবে দুই দল। আফিফ মিরাজের বিশ্ব রেকর্ড জুটিতে ১ম ওয়ানডেতে জিতে সিরিজে ১-০ এগিয়ে আছে বাংলাদেশ। আর বাংলাদেশ চাইবে ২য় ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে। অন্য দিকে আফগানিস্তানও ছেড়ে দেয়ার পাত্র নয়। তাই আমার একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারি। তবে বাংলাদেশ এই ফরমেটে সব সময় ভালো খেলে।
চলুন দেখে নেয়া যাক ২য় ওয়ানডে ম্যাচে আফগানিস্তান ও বাংলাদেশের একাদশ:





যথারীতি ওপেনিয়ে তামিমের সাথে দেখা যাবে লিটন দাসকে। যদিও প্রথম ওয়ানডে ম্যাচে ভালো করতে পারেনি এই ব্যাটসম্যান। ৮ বলে এক রান করে ফারুকির বলে কিপার ধরা পড়েন তিনি। তিন নম্বরে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চারে দেখা যাবে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিককে। এর পর প্রথম ম্যাচে অভিষেক হওয়া ইয়াসিরকে। যদিও প্রথম ম্যাচে ভালো করতে পারেননি তিনি। ৫ বলে শুন্য রানে ফিরে যান তিনি।





আর বাংলাদেশের সাইলেন্ট কিলার দেখা যাবে যথারীতি ৬ নম্বারে। এর পর আফিফ মিরাজ। আর পেস বোলিং বিভাগ সামলাবেন যথারীতি তাসকিন, মুস্তাফিজ, শরিফুল। তারা তিন জন প্রথম ম্যাচে দুর্দান্ত বল করেছে।১ম ওয়ানডে ম্যাচ হারার পর ২য় ম্যাচে সমতায় ফিরতে মরিয়া হয়ে আছে আফগানিস্তান ক্রিকেট দল। তারা তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে এতে কেন সন্দেহ নেই। চলুন দেখে নেয়া যাক দুই সম্ভাব্য সেরা একাদশ।
২য় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:





তামিম ইকবাল (অধিনায়ক) লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট কিপার) ইয়াসির আলী রাব্বী, মাহামুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহাম্মেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আফগানিস্তানের সম্ভাব্য সেরা একাদশ:রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজল হক ফারুকি।