১ রান করে আউট হওয়ার পরেও লিটনকে নিয়ে ভবিশ্যৎবাণী করে বোমা ফাটালেন রোডস

liton stiv

শ্বেতশুভ্র পোশাকে এখন ডানা মেলে উড়ে চলেছেন লিটন কুমার দাস। নিজের যোগ্যতা দিয়েই ফিরে এসেছেন বারবার, তবে ভাগ্যের শিকলটা নিয়মিত ছিঁড়তে পারেননি তিনি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিকে, আগামী দশ বছরে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হবেন লিটন দাস। শুধু টেস্ট না, টি-টোয়েন্টি ক্রিকেটেও সেরা হবেন এই ওপেনার, বিশ্বাস বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডসের। লিটনকে নিয়ে স্টিভ রোডস বলেন, আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা উইকেটকিপার ব্যাটারদের একজন সে। তার কোয়ালিটি আছে। দারুণ ক্লাস আছে তার। আমি আশাবাদী আগামী ১০ বছর সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাকিব সম্পর্কে স্টিভ রোডস বলেন, সাকিব বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্রান্ড। প্রত্যেকেই তাকে রেসপেক্ট করে। তার সক্ষমতা, অধিনায়কত্ব, সম্মুখ নেতৃত্বগুণ অনন্য। সে একজন প্রকৃত নেতা। নেতৃত্বগুণ নিয়েই তার জন্ম। কিন্তু সেও মানুষ। মাঝে মাঝে ক্লান্ত হয়, বিশ্রাম প্রয়োজন হয়। তাছাড়া বরিশাল ভালো দল। তার অধিনায়কত্বও বড় ভূমিকা রেখেছে।

You May Also Like