
বাংলাদেশের দুর্দান্ত জয় টাইগারদের আত্নবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তবে ম্যাচ শেষে অধিনায়ক তামিমের ভাষ্য, এই ম্যাচ জেতাটা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে।





মিরাজ আফিফের গড়া লম্বা এই ইনিংস ৫ টি রেকর্ড ভেঙ্গেছে আজ। রানতাড়ায় ৪৫ বা কম রানের মধ্যে ৬ উইকেট হারানোর পরও জয়—এমন ম্যাচে এর আগে সর্বোচ্চ জুটিটি ছিল ৫৫ রানের। সেটিও ১৯৭৫ সালের।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৯৩ রান তাড়ায় ৩৯ রানে ৬ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া জিতেছিল গ্যারি গিলমোর ও ডগ ওয়াল্টার্সের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে। মিরাজ-আফিফের জুটি আজ ছাড়িয়ে গেল সেটিকেও।