
ভারত (India) ও শ্রীলঙ্কার (Sri Lanka) মধ্যে ৩ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ২৪ ফেব্রুয়ারী ২০২২ তারিখে লখনউয়ের একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এখনও পর্যন্ত ২২ টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে।





এর মধ্যে ভারত জিতেছে ১৪টি ম্যাচে, আর ৭টিতে পরাজয়ের মুখে পড়তে হয়েছে। একটি ম্যাচ অবান্তর। আমরা যদি হোম গ্রাউন্ডের কথা বলি, তাহলে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে ১০টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছেন ৮টিতে, আর ২টিতে তাদের হারের মুখে পড়তে হয়েছে। আন্ডারডগ হিসেবে এই সিরিজে নামছে শ্রীলঙ্কা। তবে ভালো লড়াই দিতে তারা মরিয়া। যদিও এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দলের প্রধান শক্তি ওয়ানিন্দু হাসরঙ্গা (Wanindu Hasaranga),





তবে অধিনায়ক দাসুন শানাকার (Dasun Shanaka) নেতৃত্বে তরুণ এই শ্রীলঙ্কা দল ভালো বেগ দেবে ভারতকে। শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ:
পথুম নিসাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, কামিল মিশারা (উইকেটকিপার), দিনেশ চান্দিমাল, চরিত আসলাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, জেফরি ভান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা, দুশমন্থা চামিরা, লাহিরু কুমারা।