মেসির কারনেই ম্যারাডোনার কপাল পুরলো!

messii

দুই ক্লাবের হয়েই খেলেছেন। এর মধ্যেও যেন আলাদা নাপোলি। ইতালির নেপলস শহরের অলিতে-গলিতে ডিয়েগো ম্যারাডোনা মানে ভিন্ন কিছু। শিশুদের এখনও শোনানো হয় আর্জেন্টাইন জাদুকরের গল্প। ম্যারাডোনা বার্সেলোনায় খেলেছেন, এ নিয়ে গর্ব করে কাতালানরাও।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এই দুই ক্লাব মুখোমুখি হলেই তাই স্বাভাবিকভাবেই চলে আসে ম্যারাডোনা প্রসঙ্গ। ইউরোপা লিগের কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে দু দল। এবারও এসেছেন ম্যারাডোনা। ম্যাচের আগে দুই দলের কোচই কথা বলেছেন ম্যারাডোনা প্রসঙ্গে। এবার আবার ম্যাচটি হচ্ছে ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। পরের পর্বে যেতে তাই এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। ম্যাচটির আগে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, মেসি না আসলে সেরা থাকতেন ম্যারাডোনাই। নেপোলি কোচ লুসিয়ানো স্পালেত্তির বিশ্বাস, ম্যারাডোনা থাকবেন তাদের পক্ষে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

জাভি বলেন, ‘ম্যারাডোনা নামের স্টেডিয়ামে খেলতে পারাটা বার্সেলোনার জন্য সম্মানের। মেসির যদি জন্ম না হতো তাহলে ম্যারাডোনাই সেরা থাকতো। সে এমন একজন ফুটবল, যে আমাদের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বিশ্বের প্রত্যেকের জন্য একটি রেফারেন্স ছিল। আমরা এখনও ম্যারাডোনার ভিডিও দেখি আর রোমাঞ্চিত হই।’

‘নেপোলিকে ধাক্কা দিতে আমি রোমাঞ্চিত। আমরা যেটা চাই ম্যাচটাতে প্রভাব বিস্তার করতে ও তাদের পেছনে ধাক্কা দিতে। যদিও জানি এটা সহজ হবে না। নেপোলি চ্যাম্পিয়ন পর্যায়ের দল, যারা সিরি আর জন্যও লড়ছে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নেপোলি কোচ স্পালোত্তি বলেছেন, ‘ম্যারাডোনা আমাদের পক্ষে থাকবে। আমি নিশ্চিত সে আমাদের দিকেই থাকবে, ঈশ্বর আমাদের পক্ষে আছেন। আজকে আমাদের কোনো ম্যারাডোনা নেই কিন্তু সবাই মিলে আমরা এটা অর্জন করতে পারি। আমাদের অবশ্যই সমর্থকদের কাছে স্মরণীয় হতে হবে। আমরা এমন একটা দল গড়ে তুলতে চাই যারা নেপলসের মর্ম ও স্বপ্নটাকে ছড়িয়ে দিতে পারে।’

You May Also Like