
বার্সেলোনার অনেক ইতিহাসের সঙ্গী কার্লেস রিক্সাচ। লিওনেল মেসিকে ন্যু ক্যাম্পে তিনিই নিয়ে এসেছিলেন। ন্যাপকিন পেপারে ছোট্ট মেসির সই নিতে তিনিই গিয়েছিলেন রোজারিওতে। তার আশা ছিল বার্সায় খেলেই অবসরে যাবেন আর্জেন্টাইন সুপারস্টার। কিন্তু আপাতত রিক্সাচকে আশাহত হতে হচ্ছে। শৈশবের ক্লাব ছেড়ে এই মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমিয়েছেন মেসি।





তাতে হতাশ বার্সা কিংবদন্তি। মেসির দলবদলটা মেনে নিতে পারছেন না তিনি। বার্সা কিংবদন্তির ন্যু ক্যাম্প ছাড়া নিয়ে গভীর একটা ষড়যন্ত্র দেখছেন রিক্সাচ। তার বিশ্বাস একদিন আসল সত্যিটা সামনে আসবে। মঙ্গলবার রাতে সুপার রেডিও দিপোর্তিভোকে তিনি বলেছেন, ‘মেসির চলে যাওয়ার বিষয়ে এখনো আমরা সত্যিটা জানি না। আমি নিশ্চিত সত্যিটা একদিন সামনে আসবে।’





বার্সা কিংবদন্তি যোগ করেন, ‘বার্সেলোনায় থেকে সে অবসর নিলে আমি খুশি হতাম। একটা মানুষ এখানে জন্মেছে, সে এখানে অবসর নিলে ঠিকমতো হতো।’ মেসি অবশ্য একবার অবসর নিয়েছিলেন। সেটা আন্তর্জাতিক ফুটবল থেকে। অবসর ও অভিমান ভেঙে আর্জেন্টিনা দলেও ফিরেছেন তিনি। তার প্রত্যাবর্তনের কারণ বিশ্বকাপ। মেসি সোনালি ট্রফি জিতে অবসরে না গেলে সেটা ঠিক মানানসই হবে না।





রিক্সাচও খুব করে চাইছেন ফুটবল দায় মেটাক মেসির। তিনি বলেছেন, ‘মেসির বিশ্বকাপ জেতা উচিত এবং এরপর অবসরে যাওয়া উচিত। ও এটার প্রাপ্য।’
তবে রিক্সাচের দাবি প্যারিসে ভালো নেই মেসি, ‘মেসি পিএসজিতে ভুগছে। ওদের কোনো স্বকীয়তা নেই। এটা একটা ভাড়াটে দল। একটা দল হিসেবে ওরা সমর্থকদের জন্য সুন্দর ফুটবল খেলতে পারে না। ওখানে একদিন নেইমারের, পরের দিন মেসির। এরপর এমবাপ্পে। সত্যি বলতে দল হিসেবে তাদের কোনো পরিচয় নেই।’





এ কারণেই রিক্সাচের চাওয়া মেসি ফিরে আসুক বার্সেলোনাতে। সেটা যে কোনো ভূমিকাতেই হোক। তবে ভালো লাগবে মেসি যদি কাতালানদের জার্সিতেই ক্যারিয়ার শেষ করেন। বার্সা কিংবদন্তি বলেছেন, ‘মেসিকে বার্সেলোনায় ফিরে আসতে হবে। সেটা তিনি যে ভূমিকাতেই ফেরেন না কেন। যদি সে এখানে থাকে এবং ফুটবল জীবন এখানেই শেষ হতে হবে। তখন আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না।’