
আগামীকাল থেকে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এই তিনটি ম্যাচ আইসিসি ওয়ানডেতে সুপার লিগের ম্যাচ। তাই আফগানিস্তানের সাথে সিরিজে জয় পেলে





পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে তামিম ইকবালের দলের। তাইতো সাধারণ সিরিজের চেয়ে একটু বেশি গুরুত্ব পাচ্ছে এই সিরিজটি। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজটি ২-১ ব্যবধানে জিতলেই বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে যাবে বাংলাদেশ দল। বর্তমানে বিশ্বকাপ সুপার লিগে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের ঠিক পরেই বাংলাদেশের অবস্থান





টাইগাররা ১২ ম্যাচ খেলে পেয়েছে ৮০ পয়েন্ট। এখন আফগানিস্তানের বিপক্ষে অন্তত দুই ম্যাচ জিতলেই ২০ পয়েন্ট পাবে বাংলাদেশ। সেক্ষেত্রে ১০০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে এক নম্বরে উঠে যাবে টাইগাররা। আর তিন ম্যাচই জিতে গেলে ১১০ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে যাবে স্বাগতিক দলটি। অন্যদিকে ৬ ম্যাচ খেলে ছয়টি ম্যাচই জিতে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে আফগানিস্তান