
বিপিএল শেষে এবার আন্তর্জাতিক ক্রিকেটে নামতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামীকাল ২৩ ফেব্রুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে এই সিরিজ শুরু হতে যাচ্ছে।





এই সিরিজে আফগানিস্তান দলের কিট স্পন্সর দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। সদ্য শেষ হওয়া বিপিএলে ফরচুন বরিশালের গোল্ড স্পন্সর ছিল মোনার্ক মার্ট। আর এই দলের অধিনায়ক হিসেবে ছিলেন সাকিব আল হাসান।





গত ২১ জানুয়ারি যাত্রা শুরু করে সাকিবের নতুন ই-কমার্স প্লাটফর্ম মোনাক মার্ট। এই প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার সাকিব। মোনার্ক হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশ্বব্যাপী মোনার্ক মার্টকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ক্রিকেটকে বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি।





এর আগে বিপিএলে বরিশালের হয়ে খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল মোনার্ক মার্টের প্রচারণার অংশ নেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, মোনার্ক মার্ট বাংলাদেশে নিয়ে আসছে ই-কমার্স। সাধ্যের মধ্যে কেনাকাটা হবে মোনার্ক মার্টে। মোনার্ক মার্ট বিশ্বস্ততার আরেক নাম।
উল্লেখ্য, আগামীকাল ২৩ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। ম্যাচগুলো চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সকাল ১১টা থেকে শুরু হবে।