
ইমরুল কায়েসকে নিয়ে তখন বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কোচ, নাজমুল আবেদীন ফাহিম বলেছিলেন, যখন একজন ক্রিকেটার জানেন যে অন্যদের মতো পারফর্ম করলে দলে সুযোগ মিলবে না, অন্যদের চেয়ে ভালো করতে হবে সেটা একটা মানসিক চাপ।‘একেকজনের মানসিকতা একেক রকম,





ওকে যে সবাই একটু হলেও অবহেলা করে সেটা যদি জেদ হিসেবে কাজ করতো তাহলে কিন্তু ভালো হতো, যেটা হয় ওকে অবহেলা করলে ইমরুল আরো মানসিকভাবে নেতিবাচক অবস্থানে চলে যায়,’ বলছিলেন ফাহিম।





জাতীয় দলের বিবেচনায় ইমরুল কায়েস খানিকটা অবহেলিত বলেই মনে করেন তিনি। বাংলাদেশের হয়ে ইমরুল কায়েসের শেষ খেলা পাঁচটি ওয়ানডে ম্যাচে দুটি সেঞ্চুরি আছে, দশ ম্যাচের হিসেব করলে আরো দুটি অর্ধশতক,





যার একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্লে। নির্বাচকরা যদি ভালোভাবে তাকে পর্যবেক্ষণ করে সাথে থাকতেন তাহলে ইমরুল কায়েস অনেক ভালো করতে পারতো বলে মনে করেন নাজমুল আবেদীন ফাহিম।





পঞ্চপান্ডবের কেউ নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। দলটির মালিক নাফিসা কামাল, কাপ পাওয়ার পরপরই বলেছেন, ‘আপনাদের কথিত পান্ডব ছাড়াই তো আমরা কাপ জিতেছি।’





শিরোপা জয়ের পর একটা মুচকি হাসি দিয়ে এই কথা বলেছেন। নাফিসা কামাল বলেন, যদি সুযোগ থাকে তিনি ইমরুল কায়েসকে দীর্ঘদিন ধরে রাখতে চান। বাংলাদেশের ক্রিকেটের আলোচিত পাঁচজন ক্রিকেটার- মাশরাফি বিন মোর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান- এই পাঁচজন ক্রিকেটারের মধ্যে কেউই ছিলেন না ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।





দলের মালিক নাফিসা কামালের কথা প্রসঙ্গে ইমরুল কায়েস বলেন,‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সে এ নিয়ে পাঁচবার খেলেছি। ওরা আমাকে দায়িত্ব দিয়েছে এবং আমি সেটা পালন করতে পারছি এটা একটা বড় ব্যাপার।’