
সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। একদিনের ফরম্যাটের এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলনে শতভাগ সেরে নিয়েছে দুই দলই। বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আফগানরা একদিকে বাংলাদেশকে ঘায়েল করার যে ছক কষছে তা প্রতিরোধ করতেও নিজেদের মাটিতে এগিয়ে রয়েছে টাইগাররা।
তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের প্রথম ম্যাচের একাদশ কেমন হতে পারে তা এবার দেখে নেয়া যাক।





ওপেনিং পজিশনে তামিম ইকবালের সাথে আলোচনায় রয়েছেন লিটন কুমার দাস ও মাহমুদুল হাসান জয়। আন্তর্জাতিক অঙ্গনে এখনও রঙিন পোশাক গায়ে না জড়াতে পারলেও সাদা পোশাকে ওপেনিং পজিশনে খেলতে দেখা গিয়েছে তাকে। তবে ম্যাচের আগেরদিন তামিম ইকবাল আভাস দিয়েছেন জয়কে একাদশে রাখা হলে তাকে খেলানো হতে পারে পাঁচ নম্বরে। শুধু জয়ই নয়, ওয়ানডেতে আরেক অনভিষিক্ত ব্যাটসম্যান ইয়ায়সির আলি রাব্বিকে একাদশে রাখা হলেও খেলানো হতে পারে পাঁচ নম্বর পজিশনে এমনটাই জানিয়ে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক।





তিন নম্বর পজিশনে সাকিব আল হাসান থাকছেন সেটা নিশ্চিত। তবে পরের পজিশনে মুশফিকুর রহিমকে দেখা গেলে পাঁচ নম্বরে থাকছেন জয় কিংবা ইয়াসিরের মধ্যে একজন। ছয় নম্বরে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের উপরেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেই সাথে মিডল অর্ডারের শেষ ভরসা হতে পারেন আফিফ হোসেন ধ্রুব।





অলরাউন্ডার শেখ মেহেদি হাসান অথবা মেহেদি হাসান মিরাজ দুজনের একজনকে দেখা যেতে পারে মূল একাদশে। সেই সাথে চট্টগ্রামের উইকেটে একজন বাড়তি পেসার খেলানোর পরিকল্পনা করা হলে মুস্তাফিজুর রহমানের সাথে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে দেখা যেতে পারে।





আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ দল মাঠে নামবে বেলা ১১টায়।
এক নজরে দেখে নেয়া যাক প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল হাসান জয়, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।