পাকিস্তানকে টপকানোর হাতছানি তামিমদের সামনে; দেখুন হিসাব-নীকাশ

bd vs pak

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তিন ম্যাচের সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ স্বাগতিকদের জন্য। ওডিআই সুপার লিগের অধীন এ সিরিজের প্রতিটি ম্যাচ জয়ে ১০ পয়েন্ট পাবে বাংলাদেশ। যা ২০২৩ বিশ্বকাপ সরাসরি খেলার পথে এগিয়ে দিবে টাইগারদের।

একই সঙ্গে আফগানদের বিরুদ্ধে এই সিরিজে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে উন্নতির সুযোগও আছে বাংলাদেশের সামনে। ঘরের মাঠে সিরিজটা ৩-০ তে জিতলেই র‌্যাংকিংয়ের ছয়ে উঠে যাবে টাইগাররা। রশিদ খান, নবীদের হোয়াইটওয়াশ করলেই পাকিস্তানকে টপকে ছয়ে উন্নীত হবে বাংলাদেশ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

হোম সিরিজ শুরুর আগে তামিম বাহিনীর রেটিং পয়েন্ট ৯১, র‌্যাংকিংয়ে অবস্থান ৭ নম্বর। পাকিস্তান ছয় নম্বরে আছে ৯৩ পয়েন্ট নিয়ে। আফগানরা আছে ১০ নম্বরে, পয়েন্ট ৬৭। বাংলাদেশ সিরিজের সব ম্যাচ জিতলে ৩ পয়েন্ট হবে। ৯৪ পয়েন্ট নিয়ে পাকিস্তানকে ছাড়িয়ে যাবে টাইগাররা। সব ম্যাচ হারলে আফগানদের পয়েন্ট হবে ৬৪।

আর সিরিজটা ২-১ এ জিতলে বাংলাদেশের পয়েন্ট ৯১ থাকবে, র‌্যাংকিংয়েও নড়চড় হবে না। আফগানদের ১ পয়েন্ট বাড়বে। যদি বাংলাদেশ ২-১ এ সিরিজটা হেরে যায় তবে ৩ পয়েন্ট হারাবে। আফগানের ঝুলিতে যোগ হবে ৫ পয়েন্ট।

You May Also Like