আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে টাইগারদের বড় পরিবর্তন দেখেনিন সেরা একাদশ

team bd 1

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে নুরুল হাসান সোহান, সাইফ হাসান, আকবর আলি, শামিম পাটোয়ারিদের মত ক্রিকেটারদের বাদ দেয়া হলেও নতুন করে দলে জায়গা পেয়েছেন ইয়াসির আলি রাব্বি ও মুনিম শাহরিয়ারের মত ক্রিকেটারদের।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

১৪ সদস্যের টি-টোয়েন্টি দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। দলে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন লিটন দাস, মুনিম শহরিয়ার এবং নাইম শেখ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করার পর জাতীয় দলে সুযোগ পেতে পারেন মুনিম এমন ধারনা আগে থেকে করা গেলেও নাইম শেখ টি-টোয়েন্টি স্কোয়াডে থাকবেন সেটাও যেন ছিল বড় চমক হিসেবে।

বিপিএলে ব্যাট হাতে গোটা টুর্নামেন্টে ব্যর্থ নাইম শেখ অবশ্য জাতীয় দলের হয়ে ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন গত এক বছরে। নির্বাচকদের খোঁড়া যুক্তিও ছিল সেদিকেই। রানের দেখা পেলেও তার স্ট্রাইকরেট নিয়ে রয়েছে যথেষ্ট প্রশ্নবোধক চিহ্ন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নাইম শেখ যেখানে নিম্নমানের স্ট্রাইকরেট নিয়ে জাতীয় দলে নিয়মিত খেলে যাচ্ছেন ঠিক উলটো চিত্র মুনিম শাহরিয়ারের ক্ষেত্রে। এই ব্যাটস্যান গত ডিপিএলে ব্যাট হাতে বড় স্কোরের দেখা পাওয়ার পর বিপিএলেও সফল ছিলেন। টুর্নামেন্টে অন্তত ১৫০ রান করেছেন এমন বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে মুনিম শাহরিয়ারের স্ট্রাইকরেট সবচেয়ে বেশি। টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য যা আদর্শই বলা যেতে পারে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাই লিটন দাসের সাথে ওপেনিং পজিশনে দেখা যেতে পারে প্রথমবারের মত জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়া মুনিমকে।

এক নজরে দেখে নেয়া যাক আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড।

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।

You May Also Like