২০২২ ওয়াল্ড কাপের আম্পায়ারদের তালিকা প্রকাশ, তালিকায় আছেন বাংলাদেশী একজন

Picsart 22 02 22 19 21 03 322

আগামী মাসে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের জন্য ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালসদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে একমাত্র বাংলাদেশী হিসেবে আছেন শরফদুল্লাহ ইবনে শহীদ(সৈকত)।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

২০১০ সালে বাংলাদেশের দশম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের পর থেকেই বেশ সুনাম কুড়িয়েছেন সৈকত। যেকারণে ২০১৭ সালের নারী বিশ্বকাপেও আম্পায়ারিং করার দায়িত্ব পান তিনি। সফলভাবে সেই টুর্নামেন্টেও ম্যাচ পরিচালনা করেছিলেন। যেকারণে আবারো জায়গা করে নিয়েছেন সৈকত।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

উল্লেখ্য, আগামী ৪ মার্চ থেকে শুরু হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে এবার খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন নিগার সুলতানারা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নারী ক্রিকেট বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালসদের তালিকা:

ম্যাচ রেফারি: গ্যারি ব্যাক্সটার, জিএস লক্ষ্মী, শানড্রে ফ্রিটজ।

আম্পায়ার: লরেন এজেনব্যাগ, কিম কটন, আহমেদ শাহ পাকতিন, রুচিরা পালিয়াগুরুগে, ক্লেয়ার পোলোসাক, সুজান রেডফার্ন, ল্যাংটন রুসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ, এলোইস শেরিডান, আলেকজান্ডার ওয়ার্ফ, জ্যাকলিন উইলিয়ামস, পল উইলসন।

You May Also Like