
সাফল্যের ছাপ রেখে পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। ব্যস্ত সূচি থাকা সত্ত্বেও এবার বেশ কয়েকজন তারকা বিদেশি অংশ নেন বিপিএলে। তার মধ্যে অন্যতম ফাফ ডু প্লেসি।





নিজের প্রথম বিপিএল আসর শেষে ডু প্লেসি জানালেন, এই টুর্নামেন্টে প্রাপ্তিও আছে অনেক। বিশেষ করে তার নজর কেড়েছে বাংলাদেশি তরুণদের ভয়ডরহীন ক্রিকেট।তার ভাষায়, ‘এই টুর্নামেন্ট থেকে অনেক প্রাপ্তি আছে।





অনেক সম্ভাবনাময় তরুণ আছে বাংলাদেশে। ছেলেরা ভয়হীন ক্রিকেট খেলেছে। বাংলাদেশের ক্রিকেটে এমন ক্রিকেটারদের প্রয়োজন। তাহলে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।’টেস্ট রাঙানো মাহমুদুল হাসান জয় সীমিত ওভারের ক্রিকেটেও যে কম যান না, তার প্রমাণ দিয়েছেন বিপিএলে।





একই দলে থাকায় জয়কে কাছ থেকে দেখেছেন ডু প্লেসি। তিনি বলেন, ‘জয় টেস্ট দলে খেলেছে। তবে সাদা বলের ক্রিকেটেও নিজের সামর্থ্য প্রমাণ করেছে।’শুধু তা-ই নয়। আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সংস্পর্শে থেকে তরুণরা শেখার সুযোগও পাচ্ছেন।





এই দিকটির প্রতি গুরুত্ব আরোপ করে ডু প্লেসি বলেন, ‘বিপিএলের মত টুর্নামেন্ট অনেক গুরুত্বপূর্ণ। এই সিনিয়রদের সাথে খেলার সুযোগ পাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটারদেরও পাচ্ছে।’‘সুনীল নারাইন, মঈন আলী, ডোয়াইন ব্রাভো… তরুণরা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারছে।





তাদের ভয়হীন ক্রিকেট চালিয়ে যেতে হবে, অনুশীলন চালিয়ে যেতে হবে। আমি তাদের দেখতে মুখিয়ে আছি।’নিজের প্রথম বিপিএলেই শিরোপা জিততে পারায় স্বভাবতই উচ্ছ্বাস ডু প্লেসির কণ্ঠে।





তিনি আরও বলেন, ‘আমি খুবই খুশি। দারুণ ক্রিকেট হল। আমি প্রথমবার বিপিএল খেললাম, ট্রফি জিতলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের তৃতীয় শিরোপা জিতল। তারা দারুণ এক ফ্র্যাঞ্চাইজি।’