
আইপিএলের মেগা নিলামের প্রথম রাউন্ডে সাকিব আল হাসানকে কিনেনি কেউ। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন আবারও বিশ্বসেরা অলরাউন্ডারকে নিলামে তোলা হয়। কিন্তু এবারও কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি।





এবার আইপিএলে নিলামে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। কেউ যেমন অপ্রত্যাশিত দাম পেয়েছেন। কেউ আবার প্রত্যাশা অনুযায়ী দাম পাননি। অনেক তারকা আবার অবিক্রীত থেকে গেছেন। ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশি তারকা সাকিব আল হাসানও অবিক্রীত থেকেছেন প্রথম দিনের নিলামে। আরেক তারকা মুস্তাফিজুর রহমানকে বেস প্রাইস দুই কোটি রুপিতে কিনেছে দিল্লি।





অথচ সিঙ্গাপুরের অলরাউন্ডার টিম ডেভিডকে সোয়া আট কোটি রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। তাঁর ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি। অবশ্য এবারের নিলামে সাকিবকে নিয়ে দলগুলোর প্রত্যাশা অনেক থাকবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু নিলামের প্রথম দিন দেখা গেল উল্টো চিত্র। দুই কোটি ভিত্তি মূল্যের সাকিবকে নিয়ে নিলামের প্রথম দিনে কোনো দল আগ্রহ দেখায়নি। তাই এখনো অবিক্রীত বাংলাদেশি তারকা। তবে এখনো তাঁর দল পাওয়ার সুযোগ আছে। দলগুলো চাইলে এখনো নিতে পারবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। দলের হয়ে বরাবরই দুর্দান্ত পারফর্ম করে চলেছেন নবি। আজ সোমবার দ্বিতীয় দফার ডাকেও একই ঘটনা! সাকিবের প্রতি ১০ দলের একটিও আগ্রহী নয়! দ্বিতীয় দিনের শেষ মুহূর্তে কিছু দলের টাকা বেঁচে গিয়েছিল। এমন ১০টি দলকে তাদের পছন্দের দুজন করে ক্রিকেটারের নাম দিতে বলা হয়।





লখনৌ আগেই সব টাকা শেষ করায় তাদের আর সুযোগ ছিল না।
কিছু সময়ে মধ্যেই দলগুলো তাদের পছন্দের ক্রিকেটারের নাম জমা দেয়। বিদেশি কোটায় সাকিবের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের পছন্দের তালিকায় ছিলেন আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবি। কোনো দলই অবশ্য সাকিবের নাম জমা দেয়নি। নবিকে বেস প্রাইস ১ কোটি রুপিতে দলে নিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। আর কোনো দল নবিকে নেওয়ার আগ্রহ দেখায়নি। তাই কলকাতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই অভিজ্ঞ অল-রাউন্ডারকে দলে নেয়।





সাকিবের সামনে অবশ্য একটা সুযোগ এখনও আছে। কোনো ক্রিকেটার চোট বা অন্য কারণে আইপিএল খেলতে না পারলে তখন তিনি সুযোগ পেলেও পেতে পারেন! এবারের নিলামে মোট ২০৩ খেলোয়াড় কিনতে ১০ দল ব্যয় করেছে ৫৫১ কোটি ৭০ লাখ রুপি। এর মধ্যে ঈশান কিষান ১৫ কোটি ২৫ লাখ রুপি পেয়ে নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন। দ্বিতীয় দিনে সবচেয়ে বেশি ১১ কোটি ৫০ লাখ রুপি দাম পেয়েছেন পাঞ্জাব কিংসে যাওয়া লিয়াম লিভিংস্টোন।