আইপিএলের নিলামে নাম দিয়েছে লিটন দাশ; অতপর যা ঘটলো

20220213 182149

গতকাল শনিবার দুপুর ১২টায় শুরু হয়েছিলো ২০২২ সালের আইপিএলের মেগা নিলাম। তবে নিলাম শুরুর আগেই প্রাথমিক ভাবে বেশ কয়েকজন করে ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পেয়েছে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি। তবে এখানেই শেষ নয়। আইপিএলের মেগা নিলাম থেকে তাদের গড় অনুযায়ী পুরো দল গঠন করা হবে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

গতকাল নিলামে তারকা ক্রিকেটাররা বিক্রি হলেও অবিক্রিত থেকেছেন সাকিব আল হাসান, আদিল রশীদ, ইমরান তাহির,মুজিব উর রহমান, উমেশ যাদব, মোহাম্মদ নবির মত বিশ্বসেরা ক্রিকেটাররা। যদিও নিলামে দল পেয়েছে ভারতের অনুর্ধ ১৯ দলের বেশ কিছু ক্রিকেটার। এবারের নিলামের সর্বশেষ তথ্য অনুযায়ী তারকা ক্রিকেটাররা না পারলেও চমক দেখাতে পেরেছে কিছু অজানা ক্রিকেটার। এদিকে আজ রবিবার দুপুর ১২টায় শুরু হয়েছে আইপিএল মেগা নিলামের ২য় দিনের নিলামের কার্যক্রম।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ নিলামে নাম দিলেও কোনো দল আগ্রহ দেখায়নি বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসকে নিয়ে। তাই নিলামের দ্বিতীয় দিনে যে সেটে (উইকেটরক্ষক ব্যাটার) লিটনের নাম ওঠার কথা, সেখানে ডাকা হয়নি তাকে

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

প্রতিবছরই আইপিএল নিলাম কোনো-না-কোনোভাবে সারা বিশ্ব ক্রিকেটকে নতুনভাবে চমকে দেয়। হোক সেটা কোন তরুণকে অতিরিক্ত দাম দিয়ে কেনা কিংবা প্রতিষ্ঠিত কোন তারকাকে কিনতে কোন ফ্র্যাঞ্চাইজির আগ্রহ প্রকাশ না করা। এবারও এ প্রথার ব্যাতিক্রম হয়নি। ভারতের অনেক তরুণ ক্রিকেটার চড়া মূল্যে এবারের আইপিএলে দল পেয়েছেন আবার অপরদিকে বিশ্ব ক্রিকেটের প্রতিষ্ঠিত কিছু ক্রিকেটার দলই পাননাই। আইপিএলের আবেশ খান কিংবা প্রসিদ্ধ কৃষ্ণার ১০ কোটি রুপিতে বিক্রি হওয়া। পাশাপাশি দেবদূত পার্টিক্যাল,নিতিশ রানা সবারই দাম উঠেছে সাত কোটি রুপির উপরে। কিন্তু বিগত আইপিএল সহ বিশ্ব ক্রিকেটের অনেক আসর মাতানো ক্রিকেটারদেরই এবারের আসরে অসহায় দেখা গিয়েছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ডেভিড মালান অবিক্রিত১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ডেভিড মালান অবিক্রিত থাকেন। বিশ্বের অন্যতম সেরা টি-২০ ব্যাটসম্যানকে প্রথম রাউন্ডে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
চেতেশ্বর পূজারা অবিক্রিত৫০ লক্ষ টাকা বেস প্রাইসের চেতেশ্বর পূজারা অবিক্রিত থাকেন। গতবার চেন্নাই সুপার কিংস দলে নিলেও একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি পূজারার। এবার প্রথম রাউন্ডে তাঁর জন্য দর হাঁকেনি কোনও দল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অ্যারন ফিঞ্চ অবিক্রিত১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের অ্যারন ফিঞ্চ অবিক্রিত থাকেন। গতবারের আইপিএল নিলামেও অবিক্রিত ছিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন।
সৌরভ তিওয়ারি অবিক্রিত৫০ লক্ষ টাকা বেস প্রাইসের সৌরভ তিওয়ারি অবিক্রিত থাকেন। মুম্বই ইন্ডিয়ান্স সৌরভের জন্য দর হাঁকেনি। ইয়ন মর্গ্যান অবিক্রিত১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ইয়ন মর্গ্যানের জন্য কোনও দল দর হাঁকেনি। প্রাক্তন নাইট অধিনায়ক অবিক্রিত থাকেন। কেকেআর পুরনো নাইটদের দলে ফেরাতে আগ্রহী হলেও দীনেশ কার্তিকের মতো মর্গ্যানের জন্যও তারা দর হাঁকেনি। সুতরাং, গতবারের রানার্স দলের ক্যাপ্টেন এবার অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।

You May Also Like