ব্রেকিং নিউজ: বিপিএলের ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখলেন সাকিব

inCollage 20220212 105823631

দারুণ সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সেরা অলরাউন্ডার চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের প্রথম চার ম্যাচে জ্বলে উঠতে না পারলেও শেষ পাঁচ ম্যাচে দুর্দান্ত খেলেছেন তিনি। বৃষ্টির কারণে খেলা হয়নি। শেষ পাঁচ ম্যাচেই হয়েছেন ম্যাচ সেরা। যা বিপিএলের ইতিহাসে এবারই প্রথম।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

শেষ যে পাঁচ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন ব্যাটে বলে তার সবকটিতেই হয়েছেন ম্যাচ সেরা। খুলনা টাইগার্সের বিপক্ষে গত ৩১ জানুয়ারি ব্যাট হাতে ৪১ রান, ২ উইকেট নেন ১০ রান দিয়ে। ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫০ রানের সঙ্গে ৩ উইকেট নেন ২৩ রান দিয়ে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

৭ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫০ রান ও ২ উইকেট নেন ২০ রান দিয়ে। ৮ ফেব্রুয়ারি ৩৮ রানের সঙ্গে ২ উইকেট নেন ২৩ রান দিয়ে। লিগের সবশেষ ম্যাচে শুক্রবার মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচ জেতানো অপরাজিত ৫১ রানের ইনিংস খেলার আগে ২১ রান খরচায় নেন ১ উইকেট।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

চলতি আসরে রান সংগ্রাহকের তালিকায় চার আছেন সাকিব। ৯ ম্যাচে ৩৪.৫০ গড়ে ১৪৬.৮০ স্ট্রাইক রেটে করেছেন ২৭৬ রান। রয়েছে তিনটি অর্ধশতকের ইনিংস।সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতেও সাকিব রয়েছেন তিন নম্বরে। ৯ ম্যাচে বোলিং করেছেন ৩৫.৩ ওভার। ওভার প্রতি ৭.২০ ইকনোমিতে ২৪০ রান দিয়ে নিয়েছেন ১৫টি উইকেট।

You May Also Like