
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরকে সামনে রেখে ইতোমধ্যে দল গোছানোর পরিকল্পনা সাজিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। নিলাম থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিতে চায় কলকাতা নাইট রাইডার্স।





বলিউড সুপারস্টার শাহরুখ খানের কলকাতা নিলামে ৪৮ কোটি রুপি নিয়ে নামবে। ৭ বছর আগে শিরোপা জেতা দলটি এবার নতুন পরিকল্পনায় দল সাজাতে চায়। নিলামের আগে আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কাটেশ আয়ার এবং সুনীল নারাইনকে রেখে দিয়েছে কলকাতা।





নিলাম থেকে ১০ ক্রিকেটারকে দলে নিতে পারে কলকাতা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সেই ১০ ক্রিকেটারের তালিকায় আছেন কাটার মাস্টার মুস্তাফিজের নাম। যিনি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন।
তালিকায় থাকা বাকি ক্রিকেটাররা হলেন- জনি বেয়ারস্টো, ডিওয়াল্ড ব্রেভিস, শ্রেয়াস আইয়ার, শিমরণ হেটমায়ার, শাহরুখ খান, লিয়াম লিভিংস্টোন, শিভাম ডুবে, ট্রেন্ট বোল্ট ও চেতন সাকারিয়া।