
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর এখন পর্যন্ত একাধিক বোলার সেরা উইকেট শিকারির দৌড়ে লড়াই করে চলেছেন। দেখা যাচ্ছে কখনও মুস্তাফিজ আবার কখনও সাকিব উঠে আসছেন সেরা বোলারদের তালিকায় শীর্ষে। কম যাননি ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো কিংবা বাংলাদেশের নাগিন ডান্স দিয়ে ভাইরাল হওয়ার নাজমুল ইসলাম অপুও। আসরের এখনও গ্রুপ পর্বের ৪টি ম্যাচ বাকি আছে। এছাড়াও প্লে-অফ ও সেমি ফাইনাল, ফাইনাল ম্যাচ তো আছেই। তাই উইকেট শিকারির তালিকায় কে সেরা হতে পারেন তা নিয়ে ভবিষ্যদ্বাণী করা খানিকটা কঠিন বলা যেতে পারে।





চলুন দেখে নেয়া যাক এখন পর্যন্ত বিপিএলে সেরা পাঁচ উইকেট শিকারির তালিকায় রয়েছেন যারা:
১। মুস্তাফিজুর রহমান: বাংলাদেশের তারকা পেসার কাটার মাস্টার এবার খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এক ম্যাচে কাটার ও স্লোয়ারে চট্টগ্রাম চেলেঞ্জার্সকে একাই গুড়িয়ে দিয়েছিলেন ৫ উইকেট নিয়ে। ৭ ইনিংসে মাঠে নামা মুস্তাফিজের উইকেট সংখ্যা ১৫টি। ৬.৬২ ইকোনোমিতে বোলিং করা মুস্তাফিজের ইনিংস সেরা বোলিং ২৭ রানে ৫ উইকেট।





২। সাকিব আল হাসান: পরের অবস্থানেই রয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার ও ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। এবারের বিপিএলে সবার আগে প্লে অফ নিশ্চিত করা বরিশালের হয়ে খেলা সাকিব ৮ ম্যাচে নিয়েছেন ১৪টি উইকেট। মাত্র ৪.৯২ ইকোনোমিতে বোলিং করা সাকিবের ইনিংস সেরা বোলিং ফিগার ২৩ রানে ৩ উইকেট।
৩। ডোয়াইন ব্রাভো: তিন নম্বরে রয়েছেন সাকিবের সতীর্থ ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ৮ ম্যাচে সাকিবের সমান ১৪ উইকেট। ৮.৬৬ ইকোনোমিতে বোলিং করা ব্রাভোর ইনিংস সেরা বোলিং ফিগার ৩০ রানে ৩ উইকেট।





৪। নাজমমুল ইসলাম অপু: সিলেট সানরাইজার্সের হয়ে খেলা স্পিনার নাজমুল ইসলাম অপু রয়েছেন চার নম্বরে। ৬ ম্যাচে ৫ ইনিংসে অপু মোট ১১টি উইকেট নিয়েছেন। ৭.১৫ ইকোনোমিতে বোলিং করা অপুর ইনিংস সেরা বোলিং ফিগার ১৮ রানে ৪ উইকেট।
৫। তানভির ইসলাম: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা স্পিনার তানভির ইসলাম এখন পর্যন্ত মাঠে নেমেছেন ৭ ম্যাচে। সাত ইনিংসে তানভির বল হাতে দখলে নিয়েছেন মোট ১১টি উইকেট। ৬.৮৪ ইকোনোমিতে বোলিং করা তানভিরের উইকেটসংখ্যা ১১টি।