অধিনায়কত্ব পেয়েই বল টেম্পারিং করলেন বোপারা, গুনলেন জরিমানা

নানা ঘটনার বিপিএলে এবার বল টেম্পারিংয়ের জন্ম দিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার রবি বোপারা। সোমবার বিপিএলের সিলেট পর্বের প্রথম দিনই সিলেট সানরাইজার্সের অধিনায়কত্ব পেয়েছেন বোপারা। আর নতুন দায়িত্ব পেয়েই বিতর্কিত কাজটি করে বসলেন এ ইংলিশ অলরাউন্ডার।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা টাইটানসের মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট দল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক বোপারা। ইনিংসের নবম ওভারে মিডিয়াম পেস নিয়ে প্রথমবারের মতো আক্রমণে আসেন সিলেটের নতুন অধিনায়ক। প্রথম তিন বলে তিনি খরচ করেন ৪ রান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ওভারের চতুর্থ বলটি করার আগেই টেম্পারিংয়ের ঘটনা ঘটান বোপারা। নিজের দুই হাতের আঙুল দিয়ে বলের চামড়ার ওপর ঘষতে থাকেন তিনি। যা নজর এড়ায়নি উইকেটে থাকা খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম এবং আম্পায়ারদের। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সিলেট অধিনায়কের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বোপারার উত্তরে যে সন্তুষ্টি মেলেনি আম্পায়ারদের, তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। যে কারণে চতুর্থ আম্পায়ারকে ডেকে বল পরিবর্তন করে দেন মাঠের দুই আম্পায়ার। পরে ওভারের বাকি তিন বলে এক ওয়াইডসহ আর ২ রান দেন সিলেট অধিনায়ক। তবে এটুকুটেই মুক্তি মেলেনি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সেই ওভারের পর আনুষ্ঠানিক সিদ্ধান্তের ভিত্তিতে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা তথা টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি করা হয় সিলেটকে। ইনিংসের ৯ ওভার শেষে খুলনার সংগ্রহ ছিল ৩ উইকেটে ৬২ রান। সিলেটের বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি পেয়ে ৬৭ রান নিয়ে দশম ওভারে ব্যাটিং শুরু করে খুলনা।