
ফেব্রুয়ারি-মার্চে আফগানিস্তান সফরে যাবে বাংলাদেশ। বিপিএলের চট্টগ্রাম পর্ব দেখতে আসা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, পুরো টুর্নামেন্ট শেষে পারফরম্যান্স বিশ্লেষণ করবেন তিনি। তবে বিপিএলে শেষ হওয়ার আগেই আফগানিস্তান সিরিজ দল দেয়া হবে। বিপিএলের শেষ দিন মঙ্গলবার বিকেলে বন্দরনগরীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নান্নু।





এই সফরে আফগানিস্তান তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে। চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা আছে ২২ ফেব্রুয়ারি থেকে। আর মার্চের শুরুতে টি-টোয়েন্টি সিরিজের কথা রয়েছে। সফর চূড়ান্ত হলেও এখনো সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।





১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিপিএল। তার আগেই দল ঘোষণার কথা জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘১৫ থেকে ১৭ তারিখের মধ্যে আমরা স্কোয়াড দিয়ে দেব। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে একটু আলোচনা আছে। সবকিছু মিলে পুরোপুরি রাউন্ড যখন শেষ হবে, সেমি ফাইনালের আগে, এলিমেনেটর রাউন্ডের আগেই বসে করণীয়টা ঠিক করা হবে।’





এখন পর্যন্ত হওয়া বিপিএলের ১৫ ম্যাচে তরুণ ক্রিকেটাররা খুব একটা আলো ছড়াতে পারছেন না। এতে হতাশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচক। তার আশা বাকি ম্যাচগুলোতে তারা নিজেদের মেলে ধরবেন।





তিনি বলেন, ‘হাফ অফ টুর্নামেন্টে আপ টু দ্যা মার্ক না। আশা করছি পরবর্তী রাউন্ডগুলোতে নিজেদের মেলে ধরতে পারবে। আমরা আত্মবিশ্বাসী আছি।’





বিপিএলের পারফর্ম্যান্সও বিবেচনায় আনা হবে দল ঘোষণার সময়। ওয়ানডেতে অপরিবর্তিত থাকলেও টি-টোয়েন্টিতে আসতে পারে পরিবর্তন। এমন আভাসই দিয়েছেন নান্নু।





একনজরে আফগানিস্তান বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি সম্ভাব্য স্কোয়াড





টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, আকবর আলী (উইকেটরক্ষক)।





ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মাহাদী হাসান, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।