সতীর্থদের নাম ব্যঙ্গ করায়, হুশিয়ারি সংকেত দিয়ে যা বললেন মেসি

inCollage 20220130 121133808

আর্জান্টেইন তারকা ম্যাক এলিস্টার। যাকে সতীর্থরা ‘চোলো’ বলে ডাকতেন। আর্জেন্টিনায় আদাকে বলা হয় ‘চোলো’। আর এটি পছন্দ করতেন না এলিস্টার। যার সাথে এখনো একটি ম্যাচ ও খেলার সুযোগ হয়নি এলিস্টারের সেই ফুটবল তারকা মেসিই নাকি সতীর্থদের নিষেধ করলেন এলিস্টারকে ‘চোলো’ বলে না ডাকতে। এলিস্টার বলেন, ‘‘আমার মনে আছে সবাই আমকে ‘চোলো’, (আর্জেন্টিনায় আদাকে বলে এটা) বলে ডাকতো। আমি এটা পছন্দ করতাম না। সে জানতে পেরে সতীর্থদের গিয়ে বলল, ‘দেখো অ্যালিস্টার এটা পছন্দ করে না, তাই তাকে এমন নামে ডেকো না!’’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক অ্যালিস্টার বলেছেন, ‘আমি দুবার তার সঙ্গে অনুশীলন করেছি আর্জেন্টিনা দলে থাকার সময় কিন্তু একসঙ্গে খেলিনি। তার খেলার মতো অনুশীলনও দারুণ। এমন কিছু যেটা আপনি বিশ্বাস করবেন না। মেসির সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতাও শুনিয়েছেন ম্যাক, ‘আমি লাল হয়ে গিয়েছিলাম, পুরোপুরি লাল। এমনকি হ্যালোও বলতে চাইছিলাম না।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

পৃথিবীর সেরা খেলোয়াড়দের একজনের সঙ্গে দেখা করতে গিয়ে খুব নার্ভাস ছিলাম। কিন্তু অবশ্যই এই সাক্ষাৎ ছিল দারুণ।’ ‘এটা এমন কিছু যেটা আমি ভুলতে পারবো না। আমার বাবা যখন ম্যারাডোনার সঙ্গে খেলেছেন সেটা ছিল জাদুর মতো। আমি এখন মেসির সঙ্গে অনুশীলন করতে পারছি। এটা নিয়ে খুব গর্বিত।’

You May Also Like