inCollage 20220129 111017093

তামিমের এক সেঞ্চুরিতে রেকর্ডবুকে মিডিয়া তোলপাড়

মিনিস্টার ঢাকার হয়ে বিপিএলের অষ্টম আসরে দারুণ এক শতক হাঁকালেন তামিম ইকবাল। সিলেট সানরাইজার্সের বিপক্ষে তামিমের ১১১ রানের অপরাজিত ইনিংস গড়েছে একগাদা রেকর্ডও।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তামিমের এক ইনিংসে যত রেকর্ড
তামিমের ইনিংস গড়েছে বেশ কিছু রেকর্ড।
বিপিএলের শুরু থেকেই বেশ ছন্দে ছিলেন তামিম। প্রথম দুই ম্যাচে হাঁকান অর্ধশতক। পঞ্চম ম্যাচে এসে পেলেন শতকের দেখা। তামিমের এই শতক বিপিএলে তার দ্বিতীয় ও টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ। একনজরে দেখে নেওয়া যাক, তার এই ইনিংস কী কী রেকর্ড গড়েছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি শতক

টি-টোয়েন্টিতে তামিমের মোট শতক এখন ৪টি, যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের পক্ষে সর্বোচ্চ।

বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি
এভিন লুইসের সাথে যৌথভাবে বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ২টি শতক এখন তামিমের। সর্বোচ্চ ৫টি শতকের মালিক ক্রিস গেইল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বিপিএলে এক ম্যাচে জোড়া সেঞ্চুরি
দ্বিতীয়বারের মত বিপিএলে এক ম্যাচে দেখা গেল জোড়া সেঞ্চুরি। এর আগে একই ম্যাচে শতক ছিল অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর। এবার একই ম্যাচে শতক হাঁকালেন লেন্ডল সিমন্স ও তামিম ইকবাল। টি-টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে জোড়া শতকের দেখা মিলল এ নিয়ে ২৪ বার।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি বল মোকাবেলা
তামিম এই ম্যাচে পাওয়ারপ্লেতে একাই খেলেছেন ৩০ বল। বিপিএলে যা সর্বোচ্চ। বিশ্ব ক্রিকেটেও সর্বোচ্চ, তবে যৌথভাবে। চন্দরপল হেমরাজও পাওয়ারপ্লেতে ৩০ বল খেলেছিলেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তামিমের এক ইনিংসে যত রেকর্ড
মাঠ ছাড়ার সময় তামিমের উদযাপন।
বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ৪
বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ৪ হাঁকানোর রেকর্ড গড়েছেন তামিম। এই ম্যাচে তিনি চার হাঁকিয়েছেন ১৭টি। এতদিন এই রেকর্ড ছিল মোহাম্মদ আশরাফুলের- ১৪টি। তামিমের রেকর্ডের দিনে আশরাফুলের কীর্তি স্পর্শ করেন সিমন্স।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বিপিএলে বাউন্ডারি থেকে চতুর্থ সর্বোচ্চ রান
তামিম এই ম্যাচে বাউন্ডারি থেকে নিয়েছেন ৯২ রান, যা বিপিএলে বাউন্ডারি থেকে রান নেওয়ার দিক থেকে চতুর্থ সর্বোচ্চ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

দ্বিতীয় সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি
তামিমের সাথে মোহাম্মদ শাহজাদের ১৭৩ রানের জুটিটি বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। এছাড়া যেকোনো উইকেটে জুটির বিবেচনায় তা পঞ্চম সর্বোচ্চ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আরও একটি রেকর্ড হয়েছে এই ম্যাচে, যার মালিক লেন্ডল সিমন্সের। রেকর্ডটি অবশ্য অস্বস্তির! ক্রিস গেইল, সাব্বির রহমান ও ডেভিড মালানের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে শতক হাঁকিয়েও হারের স্বাদ পেয়েছেন সিমন্স।