চরম উত্তেজনায় শেষ হলো ব্রাজিল বনাম ইকুয়েডরের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

inCollage 20220128 105449194

নতুন বছরের শুরুতে জিততে পারেনি ব্রাজিল। কাতারের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে ইকুয়েডরের সাথে ১-১ গোলে ড্র করেছে সেলেকাওরা। ম্যাচের শুরুতে ইকুয়েডরের জালে বল, অল্প সময়ে দুটি লাল কার্ড এবং একটি ফাউলের ​​পর আরও একটি ফাউল- এমন বেশ কিছু ঘটনার পর ম্যাচের প্রথমার্ধেই মনে হচ্ছিল আসল লড়াই। ঘটনার কমতি ছিল না। ভিএআরের আধিপত্যে থাকা ম্যাচের শেষ অংশে গোল হজম করে ম্যাচ হেরেছে ব্রাজিল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ৮৫০ মিটার উঁচুতে অবস্থিত ইকুয়েডরের রাজধানী কিটোয় বুহস্পতিবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার ক্যাসেমিরোর গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ফেলিক্স তরেস।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

দিন শেষে ম্যাচের ফলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ভূমিকা হয়ে উঠেছে অনেক বড়। দুই লাল কার্ড এসেছে এই প্রযুক্তির ব্যবহারে। ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন দুবার বহিষ্কার হলেও ভিএআরে পাল্টে যায় সিদ্ধান্ত। ইকুয়েডরের পক্ষে দুটি পেনাল্টির সিদ্ধান্তও একইভাবে উল্টে যায়। সব মিলিয়ে ম্যাচটি ঘিরে বিতর্ক তৈরি হওয়ার উপলক্ষ আছে ঢের। বাছাইপর্বে এই নিয়ে টানা দুই ম্যাচ ড্র করল ব্রাজিল। আর এই প্রতিযোগিতাতেই টানা দুই জয়ের পর এবার লড়াকু ফুটবলে ড্র করল ইকুয়েডর। ফলে কাতার বিশ্বকাপে ওঠার স্বপ্ন পূরণের পথেও আরেক ধাপ এগিয়ে গেল দলটি।

You May Also Like