
মনোমালিন্যের কারণে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিতে পারেন তামিম ইকবাল। বাংলাদেশের পরিচালক খালিদ মাহমুদ সুজন সোমবার (২৪ জানুয়ারি) সিদ্ধান্ত ফিরিয়ে নিতে তার সঙ্গে কথা বলতে চান।





একই সাথে, বিসিবির প্রভাবশালী পরিচালক আলোচনা করে নিশ্চিত করতে চান যে দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২২ সালে তিনটি ফরম্যাটেই খেলবেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি আর খেলতে চান না তামিম ইকবাল, এ প্রসঙ্গে খালেদ মাহমুদ সুজন বলেন, কিছুটা অবাক হয়েছি। নিউজিল্যান্ড যাওয়ার আগে তামিমকে জিজ্ঞেস করেছিলাম এ নিয়ে।





তখন খুব বেশি কথা হয়নি। আর ভেবেছিলাম দেশে ফিরে এ নিয়ে কথা বলবো। কিন্তু তার আগেই পাপন ভাইকে তামিম জানিয়েছে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার ব্যাপারে অনাগ্রহের কথা।
তামিমের এমন সিদ্ধান্ত নিয়ে চলছে গুঞ্জন। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে তামিমের যে দূরত্ব তৈরি হয়েছে সেখান থেকেও এই সিদ্ধান্ত নেয়া হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন সুজন।





তাইতো দ্রুতই সিদ্ধান্ত বদলাতে তামিমের সাথে আলোচনা করতে চান বিসিবির এই পরিচালক। খালেদ মাহমুদ সুজন জানান, কাল (২৪ জানুয়ারি) তামিমের সাথে দেখা হবে তার।
দলের মধ্যে ছোটখাট যেসব মনোমালিন্যের ঘটনা আছে, সেসব যোগাযোগের ঘাটতি, ব্যাখ্যার অপর্যাপ্ততার মতো বিভিন্ন কারণেই হয়ে থাকে। সে সব ঠিক করার চেষ্টা করবেন বলেও জানান সুজন।