মুশফিক স্মার্ট বলে বোমা ফাটিয়ে যা বললেন বিদেশি ক্লুজনার

inCollage 20220120 184405826

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়ক হিসেবে তেমন সফলতা না থাকলেও ব্যাটার হিসেবে বেশ সফল মুশফিকুর রহিম। এদিকে রাজশাহীর কিংসের পর দ্বিতীয়বারের মতো বিপিএলে কোচিং করাতে এসেছেন ল্যান্স ক্লুজনার। যেখানে প্রথমবারের মতো মুশফিকের সঙ্গে কাজ করবেন তিনি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

খুলনা টাইগার্সের সঙ্গে প্রথম দিনের অনুশীলন শেষেই দলটির অধিনায়ককে স্তুতিতে ভাসালেন আফগানিস্তানের সাবেক এই কোচ। দক্ষিণ আফ্রিকারে সাবেক এই অলরাউন্ডারের দাবি, মুশফিক বাংলাদেশের সবচেয়ে স্মার্ট মস্তিষ্কের ক্রিকেটার।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্লুজনার বলেন, ‘মুশফিকের সঙ্গে কাজ করতে আমি অপেক্ষা করে আছি। এর আগে সেই সুযোগ হয়নি আমার। সে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে স্মার্ট ক্রিকেট মস্তিষ্ক ও সবচেয়ে কঠিন মানসিকতার ক্রিকেটার। আমার জন্য এরকম একজন ক্রিকেটারের সঙ্গে কাজ করতে পারা সম্মানের। তার সঙ্গে সম্পর্ক গড়তে এবং তাকে সহায়তা করতে মুখিয়ে আছি আমি।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

মুশফিক ছাড়াও খুলনাতে রয়েছেন থিসারা পেরেরা, সেকুগে প্রসন্নর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। বাজির ঘোড়া হয়ে উঠতে পারেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক কিংবা ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। তবে বিপিএলের শিরোপা জিততে ক্লুজনারের বাজি দেশিদের ওপর। তিনি মনে করেন, বিদেশিদের পারফরম্যান্স দিয়ে বিপিএল জেতা যায় না।
ক্লুজনার বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশে বিদেশিদের দিয়ে বিপিএল জেতা যায় না। আমার মনে হয়, বিপিএল জিততে হয় দেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে। আমাদের মনোযোগ সেদিকেই যেন স্থানীয় ক্রিকেটারদের সম্ভব সেরাভাবে এক সুতোয় গাঁথতে পারি।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

‘গত চার-পাঁচ বছরের অতীত বলবে, স্থানীয় ক্রিকেটাররাই দলকে শেষ পর্যন্ত টেনে নেয়। এদিকেই আমাদের মনোযোগ। বড় নাম নিয়ে ভাবনা নেই আমাদের। আমাদের চেষ্টা থাকবে স্থানীয় ক্রিকেটারদের সেরাটা বের করে আনা। বিদেশিরা তাদেরকে সহায়তা করবে।’

You May Also Like