
কমনওয়েলথ গেমস বাছাইয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কেনিয়াকে হারিয়েছে ৮০ রানে। এদিন ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়েন বাংলাদেশের সালমা খাতুন ও রিতু মনি।





মালয়েশিয়ার কিনরারা ওভালে ব্যাট করতে নেমে ৫০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলোদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করেন সালমা খাতুন আর রিতু মনি। সপ্তম উইকেটে ৭৫ রানের জুটি গড়েন তারা। যা কিনা আবার টি-টোয়েন্টি ক্রিকেটে এই উইকেটে বিশ্বরেকর্ড।
এর আগের রেকর্ডটি ছিল তাঞ্জানিয়ার মনিকা পাসকাল আর নাসারা সাইদির। ২০১৯ সালে উগান্ডার বিপক্ষে ৭২ রানের জুটি গড়েছিলেন তারা।





কুয়ালালামপুরে আজ (বুধবার) সালমা আর রিতুর জুটিতে ভর করেই ৬ উইকেটে ১২৫ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ নারী দল। সালমা ৩২ বলে ৩৩ আর রিতু ৩৪ বলে খেলেন ৩৯ রানের হার না মানা ইনিংস। সালমা-রিতুর বিচ্ছিন্ন জুটিতে ১২৫ রানে থামে বাংলাদেশ। জবাব দিতে নেমে নাহিদা আক্তারের ঘূর্ণিতে ৪৫ রানেই গুটিয়ে যায় কেনিয়া। মাত্র ১২ রান দিয়ে ৫টি উইকেট নেন বাঁহাতি স্পিনার নাহিদা। এটি আবার নারী ক্রিকেটে টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড।





এর আগের রেকর্ডটি ছিল পান্না ঘোষের। ২০১৮ সালে ইউট্রেখটে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
Bangladesh Women Cricket Team won by 80 runs against Kenya Women Cricket Team at Commonwealth Games Qualifier.
Photo credit: ICC#BCB #Cricket pic.twitter.com/OqcsnoVPyz
— Bangladesh Cricket (@BCBtigers) January 19, 2022