আর্জেন্টাইন গোলকিপার মার্তিনেজ কে অপমান জনক বার্তা ক্লাবের

images 70

গত রাতে বেশ বাজে একটা ভুল করেছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেসের এক ফ্রি কিক আটকাতে গিয়ে গুবলেট পাকিয়ে ফেলেন কয়েক মাস আগেই কোপা আমেরিকার শিরোপা জেতা এই গোলকিপার। গত মৌসুমে যেমন অসাধারণ খেলে বিশ্বের অন্যতম সেরা গোলকিপারের কাতারে চলে গিয়েছিলেন, চলতি মৌসুমে মার্তিনেজের জঘন্য পারফরম্যান্স সেই অসাধারণ খেলার নজিরগুলোকে দূরের কোনো আবছা স্মৃতি বানিয়ে দিচ্ছে যেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

যে কারণে গোলকিপার বদলাতে পারে ইংলিশ ক্লাবটা। দলবদল বিষয়ক নির্ভরযোগ্য স্প্যানিশ সাংবাদিক মাতেও মোরেত্তো জানিয়েছেন, স্প্যানিশ গোলকিপার সের্হিও রিকোকে পিএসজি থেকে দলে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ভিলা। দলবদলটা হয়ে গেলে অ্যাস্টন ভিলায় মার্তিনেজের ভবিষ্যৎ একটু হলেও অনিশ্চিত হয়ে পড়বে, স্বাভাবিক। তবে মার্তিনেজকে স্বস্তি দিতে পারে আরেকটি খবর। নিয়মিত খেলতে চাওয়া রিকোকে পাওয়ার দৌড়ে শুধু ভিলাই নয়, আছে স্প্যানিশ ক্লাব রিয়াল মায়োর্কাও। ওদিকে শুধু রিকোই নন, শেফিল্ড ইউনাইটেডের সুইডিশ গোলকিপার রবিন ওলসেনের দিকেও নজর আছে মার্তিনেজের ক্লাবের।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এমনই হাজারো দলবদলের গুঞ্জনে মুখরিত ফুটবলপাড়া। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজিতে থাকবেন? না রিয়ালে যাবেন? আর্লিং হরলান্ড কি ডর্টমুন্ড ছাড়বেন? স্কাই ইতালিয়াকে বিতর্কিত সাক্ষাৎকার দেওয়ার পর লুকাকুকে কি চেলসি দলে রাখবে? হ্যারি কেইন কি অবশেষে টটেনহাম ছাড়তে পারবেন? লিভারপুল-ম্যানচেস্টার সিটি কাকে কিনছে এবার? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন?

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এ রকম অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। আবার কিছু কিছু প্রশ্নের উত্তর, কিছু দলবদল-ধাঁধা থেকে যাবে অমীমাংসিত। ইউরোপীয় ফুটবলে শীতকালীন দলবদল শুরু হয়েছে এর মধ্যেই। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে গোটা জানুয়ারি মাস জুড়ে। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কে কে এখনো করেননি কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা এক নজরে দেখে নেওয়া যাক—

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

রিয়াল মাদ্রিদ
ইউরোস্পোর্ত জানিয়েছে, আগামী বছর চুক্তি শেষ হতে যাওয়া বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনালদ আরাউহোকে ফ্রি তে দলে আনতে পারে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে এখনও আশাপ্রদ কিছুই হয়নি আরাউহোর, আর এ সুযোগটাই নিতে চায় বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বীরা। এদিকে এল নাসিওনাল জানিয়েছে, আর্লিং হরলান্ডকে দলে না পেলে ফিওরেন্তিনা থেকে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে আনতে পারে রিয়াল মাদ্রিদ

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বার্সেলোনা
এল নাসিওনাল জানিয়েছে, লিভারপুলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনোর প্রতি আগ্রহী হয়ে উঠেছে বার্সেলোনা। শুধু তাই নয়, পালমেইরাসের উঠতি ব্রাজিল তারকা এনদ্রিককে পাওয়ার জন্য রিয়াল মাদ্রিদ ব্রাজিলে স্কাউট পাঠিয়েছে, এ পুরোনো খবর। এবার রিয়ালের দেখাদেখি এনদ্রিককে পাওয়ার দৌড়ে শামিল হলো বার্সেলোনাও, জানিয়েছে স্পোর্ত। স্পোর্ত আরও জানিয়েছে, মিডফিল্ডার রিকি পুচকে ক্লাব ছাড়তে বলেছেন কোচ জাভি। পুচের প্রতি আগ্রহী জুভেন্টাস, আর্সেনাল, সেল্টা ভিগো, গ্রানাদার মতো ক্লাবগুলো

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

লিভারপুল
চার কোটি ইউরোর বিনিময়ে লিডস ইউনাইটেডের ইংলিশ মিডফিল্ডার ক্যালভিন ফিলিপসকে দলে আনতে পারে লিভারপুল, জানিয়েছে এল নাসিওনাল। শুধু তাই নয়, ফিলিপসকে পাওয়ার দৌড়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোও।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

চেলসি
বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে ৩ কোটি ৩০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসি দলে আনতে পারে এমনটা শোনা গেলেও দলবদল বিষয়ক সাংবাদিক ফাব্রিজিও রোমানো এই গুঞ্জনের কোনো সত্যতা পাননি। এই জানুয়ারিতে চেলসি ফুলব্যাক আনতে চায় দলে। ওদিকে চেলসির সেন্টারব্যাক আন্দ্রেয়া ক্রিস্টেনসেনকে আগামী গ্রীষ্মে ফ্রি তে দলে ভেড়ানোর ব্যাপারে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ দুই দলই আগ্রহী। ইন্টার মিলানের ক্রোয়েশিয়ান উইঙ্গার ইভান পেরিসিচকে দলে আনতে পারে চেলসি

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আর্সেনাল
জুভেন্টাসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থুর মেলোকে দলে চাইছেন আর্সেনালের কোচ মিকেল আরতেতা। আপাতত ধারে চাইলেও এ ব্যাপারে জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি কোনো সিদ্ধান্ত দেননি। আর্থুর চলে গেলে সে জায়গায় খেলানোর জন্য চেলসির ইংলিশ মিডফিল্ডার রুবেন লফটাস-চিককে আনতে পারে জুভেন্টাস। ওদিকে চেলসির সাবেক স্ট্রাইকার দিয়েগো কস্তাকে দলে আনতে পারে আর্সেনাল। এর মধ্যেই আতলেতিকো মিনেইরোর সঙ্গে নিজের চুক্তি বাতিল করে ফ্রি হয়েছেন স্পেনের এই স্ট্রাইকার

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ম্যানচেস্টার ইউনাইটেড
ইংলিশ গোলকিপার ডিন হেন্ডারসনকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে দলে টানতে চাইছে সাউদাম্পটন, জানিয়েছে ফুটবল ইনসাইডার। ওদিকে অ্যান্থনি মার্সিয়ালকে বিক্রি করতে গিয়ে ঝামেলায় পড়েছে ইউনাইটেড। মার্সিয়ালের যা বেতন, সেটা দিতে রাজি হচ্ছে না আগ্রহী কোনো ক্লাবই। আর আগ্রহী ক্লাব মার্সিয়ালকে ধারে নিতে চাইলে সে ক্লাব যদি এই পুরো বেতন না দেয়, মার্সিয়ালকে ধরে রাখবে ইউনাইটেড

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নিউক্যাসল ইউনাইটেড
হাজারো চেষ্টা করেও লিলের ডাচ সেন্টারব্যাক সভেন বটম্যানকে পাওয়া হয়নি নিউক্যাসলের। বিকল্প হিসেবে সেভিয়া থেকে ব্রাজিলের ডিফেন্ডার দিয়েগো কার্লোসকে দলে চাইছে তারা। জানা গেছে, এর মধ্যেই কার্লোসকে সাপ্তাহিক এক লাখ পাউন্ড বেতনের একটা প্রস্তাব দিয়েছে নিউক্যাসল। ওদিকে মোনাকোর ফরাসি সেন্টারব্যাক বেনোয়া বাদিয়াশিলের জন্য নিউক্যাসলের ৩ কোটি ৩০ লাখ পাউন্ডের একটা প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। শুধু তাই নয়, আতালান্তা থেকে জার্মান লেফটব্যাক রবিন গোসেনসকেও দলে আনতে পারে নিউক্যাসল

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

জুভেন্টাস
পাওলো দিবালার চুক্তি নবায়ন নিয়ে ঝামেলায় পড়েছে জুভেন্টাস। চুক্তি নবায়ন হবে, দিবালার সঙ্গে কয়েক মাস আগে এ নিয়ে মৌখিকভাবে জুভেন্টাস এক মত হলেও এখন ক্লাবটা চাইছে নতুন চুক্তিতে দিবালা যেন কম বেতন নেন। আর এটাই রাগিয়ে দিয়েছে দিবালাকে। আগামী গ্রীষ্মে জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ হতে যাওয়া এই আর্জেন্টাইন স্ট্রাইকার যোগ দিতে পারেন ইন্টার মিলানে

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এসি মিলান
একজন সেন্টারব্যাক খুঁজছে এসি মিলান। এ লক্ষ্যে নতুন এক খেলোয়াড় পছন্দ হয়েছে তাদের। বোলোনিয়ার বেলজিয়ান ডিফেন্ডার আর্থুর থেটে কে দলে টানতে পারে তারা

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ইন্টার মিলান
উরুগুইয়ান মিডফিল্ডার মাতিয়াস ভেচিনোকে ৩০ লাখ পাউন্ডের বিনিময়ে বিক্রি করে দিতে রাজি হয়েছে ইন্টার মিলান। ফিওরেন্তিনার সাবেক এই মিডফিল্ডারকে দলে টানতে আগ্রহী লাৎসিও

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নাপোলি
আয়াক্স থেকে আর্জেন্টাইন লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকোকে দলে আনতে পারে নাপোলি, জানিয়েছে স্কাই স্পোর্ত ইতালিয়া। লরেঞ্জো ইনসিনিয়ার জায়গায় আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে রিভার প্লেট থেকে আড়াই কোটি ইউরোর বিনিময়ে দলে আনতে পারে নাপোলি

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বায়ার্ন মিউনিখ
লিডসের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে বেশ অনেক দূর এগিয়ে গিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া, নিশ্চিত করেছেন লিডসের কোচ মার্সেলো বিয়েলসা নিজেই। ফলে ব্রাজিলের এই উইঙ্গারকে পাওয়ার আশার পালে একটু হলেও ধাক্কা লাগল বায়ার্ন মিউনিখের। অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে বায়ার্ন

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

পিএসজি
ব্রেস্তের ফরাসি মিডফিল্ডার রোমাঁ ফাভ্রা জানিয়েছেন, তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পিএসজি। ফাভ্রাকে দলে নেওয়ার দৌড়ে আছে এসি মিলানও। অন্তত আরও দুই বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছেন দলটার অধিনায়ক মার্কিনিওস

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অন্যান্য
ম্যানেজার রাফায়েল বেনিতেজকে ছাঁটাই করতে যাচ্ছে ইংলিশ ক্লাব এভারটন। বরুসিয়া মনশেনগ্লাডবাখ জানিয়েছে, সুইস ডিফেন্ডার ম্যাথিয়াস জিন্টারের জন্য আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পায়নি তাঁরা। আগামী গ্রীষ্মে চুক্তি শেষ হতে যাওয়া এই ডিফেন্ডার মনশেনগ্লাডবাখের সঙ্গে চুক্তি বাড়াবেন না, আগেই জানা গিয়েছিল। তাঁর প্রতি আগ্রহী ইন্টার মিলানের মতো দল, সেটাও আগের খবর। কিন্তু জিন্টারের দাবি অনুযায় তাঁকে বেতন দিতে রাজি নয় ইন্টার। লাৎসিওর স্ট্রাইকার ভেদাত মুরিকিকে পাওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছে রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কো। ৩৫ লাখ ইউরোর বিনিময়ে আস্তোরিলে ব্রাজিলিয়ান উইঙ্গার চিকিনিওকে দলে আনছে উলভারহ্যাম্পটন। প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাব চাইছে ড্যানিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনকে

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সর্বশেষ সম্পাদিত দলবদল
নানি : উইঙ্গার, পর্তুগাল (অরলান্ডো সিটি থেকে ভেনেজিয়া, ফ্রি)
হেসুস করোনা : উইঙ্গার, মেক্সিকো (এফসি পোর্তো থেকে সেভিয়া, ২৯ লাখ পাউন্ড)
দিয়েগো গোদিন : সেন্টারব্যাক, উরুগুয়ে (কালিয়ারি থেকে আতলেতিকো মিনেইরো, ফ্রি)
সের্হিও অলিভিয়েরা : মিডফিল্ডার, পর্তুগাল (এফসি পোর্তো থেকে এএস রোমা, ধার)
এদোন ঝেগরোভা : উইঙ্গার, কসোভো (এফসি বাসেল থেকে লিল, ৫৮ লাখ পাউন্ড)
ক্রিস উড : স্ট্রাইকার, নিউজিল্যান্ড (বার্নলি থেকে নিউক্যাসল ইউনাইটেড, ২ কোটি ৫০ মিলিয়ন পাউন্ড)
লুকাস দিনিয়ে : লেফটব্যাক, ফ্রান্স (এভারটন থেকে অ্যাস্টন ভিলা, ২ কোটি ৩০ লাখ পাউন্ড)
দাভিদ নেরেস : উইঙ্গার, ব্রাজিল (আয়াক্স থেকে শাখতার দোনেৎস্ক, ১ কোটি ২০ লাখ ইউরো)
আনোয়ার এল গাজি : উইঙ্গার, নেদারল্যান্ডস (অ্যাস্টন ভিলা থেকে এভারটন, ধার)
বোর্হা মায়োরাল : স্ট্রাইকার, স্পেন (এএস রোমা থেকে হেতাফে, ধার)
গঞ্জালো ভিলার : মিডফিল্ডার, স্পেন (এএস রোমা থেকে হেতাফে, ধার)
সেড্রিক বাকাম্বু : স্ট্রাইকার, কঙ্গো (বেইজিং গুয়ান থেকে অলিম্পিক মার্শেই, ফ্রি)
থিয়াগো মাইয়া : মিডফিল্ডার, ব্রাজিল (লিল থেকে ফ্লামেঙ্গো, ৩৪ লাখ পাউন্ড)
রিকার্দো কালাফিওরি : লেফটব্যাক, ইতালি (এএস রোমা থেকে জেনোয়া, ধার)
ফোলারিন বালোগুন : স্ট্রাইকার, ইংল্যান্ড (আর্সেনাল থেকে মিডলসব্রো, ধার)
জর্ডান লুকাকু : লেফটব্যাক, বেলজিয়াম (লাৎসিও থেকে ভিসেঞ্জা, ধার)

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ফুটবল
শীতকালীন দলবদল
আর্জেন্টাইন গোলকিপার মার্তিনেজের ওপর আস্থা নেই ক্লাবের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ১৬: ৩০
অ+
অ-
মেসির সঙ্গে মার্তিনেজ
মেসির সঙ্গে মার্তিনেজছবি : রয়টার্স
গত রাতে বেশ বাজে একটা ভুল করেছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেসের এক ফ্রি কিক আটকাতে গিয়ে গুবলেট পাকিয়ে ফেলেন কয়েক মাস আগেই কোপা আমেরিকার শিরোপা জেতা এই গোলকিপার। গত মৌসুমে যেমন অসাধারণ খেলে বিশ্বের অন্যতম সেরা গোলকিপারের কাতারে চলে গিয়েছিলেন, চলতি মৌসুমে মার্তিনেজের জঘন্য পারফরম্যান্স সেই অসাধারণ খেলার নজিরগুলোকে দূরের কোনো আবছা স্মৃতি বানিয়ে দিচ্ছে যেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

যে কারণে গোলকিপার বদলাতে পারে ইংলিশ ক্লাবটা। দলবদল বিষয়ক নির্ভরযোগ্য স্প্যানিশ সাংবাদিক মাতেও মোরেত্তো জানিয়েছেন, স্প্যানিশ গোলকিপার সের্হিও রিকোকে পিএসজি থেকে দলে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ভিলা। দলবদলটা হয়ে গেলে অ্যাস্টন ভিলায় মার্তিনেজের ভবিষ্যৎ একটু হলেও অনিশ্চিত হয়ে পড়বে, স্বাভাবিক। তবে মার্তিনেজকে স্বস্তি দিতে পারে আরেকটি খবর। নিয়মিত খেলতে চাওয়া রিকোকে পাওয়ার দৌড়ে শুধু ভিলাই নয়, আছে স্প্যানিশ ক্লাব রিয়াল মায়োর্কাও। ওদিকে শুধু রিকোই নন, শেফিল্ড ইউনাইটেডের সুইডিশ গোলকিপার রবিন ওলসেনের দিকেও নজর আছে মার্তিনেজের ক্লাবের।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বিজ্ঞাপন

এমিলিয়ানো মার্তিনেজ
এমিলিয়ানো মার্তিনেজ ছবি: সংগৃহীত
এমনই হাজারো দলবদলের গুঞ্জনে মুখরিত ফুটবলপাড়া। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজিতে থাকবেন? না রিয়ালে যাবেন? আর্লিং হরলান্ড কি ডর্টমুন্ড ছাড়বেন? স্কাই ইতালিয়াকে বিতর্কিত সাক্ষাৎকার দেওয়ার পর লুকাকুকে কি চেলসি দলে রাখবে? হ্যারি কেইন কি অবশেষে টটেনহাম ছাড়তে পারবেন? লিভারপুল-ম্যানচেস্টার সিটি কাকে কিনছে এবার? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন?

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এ রকম অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। আবার কিছু কিছু প্রশ্নের উত্তর, কিছু দলবদল-ধাঁধা থেকে যাবে অমীমাংসিত। ইউরোপীয় ফুটবলে শীতকালীন দলবদল শুরু হয়েছে এর মধ্যেই। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে গোটা জানুয়ারি মাস জুড়ে। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কে কে এখনো করেননি কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা এক নজরে দেখে নেওয়া যাক—

বিজ্ঞাপন

দুসান ভ্লাহোভিচ
দুসান ভ্লাহোভিচছবি : টুইটার
রিয়াল মাদ্রিদ
ইউরোস্পোর্ত জানিয়েছে, আগামী বছর চুক্তি শেষ হতে যাওয়া বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনালদ আরাউহোকে ফ্রি তে দলে আনতে পারে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে এখনও আশাপ্রদ কিছুই হয়নি আরাউহোর, আর এ সুযোগটাই নিতে চায় বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বীরা। এদিকে এল নাসিওনাল জানিয়েছে, আর্লিং হরলান্ডকে দলে না পেলে ফিওরেন্তিনা থেকে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে আনতে পারে রিয়াল মাদ্রিদ

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বার্সেলোনা
এল নাসিওনাল জানিয়েছে, লিভারপুলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনোর প্রতি আগ্রহী হয়ে উঠেছে বার্সেলোনা। শুধু তাই নয়, পালমেইরাসের উঠতি ব্রাজিল তারকা এনদ্রিককে পাওয়ার জন্য রিয়াল মাদ্রিদ ব্রাজিলে স্কাউট পাঠিয়েছে, এ পুরোনো খবর। এবার রিয়ালের দেখাদেখি এনদ্রিককে পাওয়ার দৌড়ে শামিল হলো বার্সেলোনাও, জানিয়েছে স্পোর্ত। স্পোর্ত আরও জানিয়েছে, মিডফিল্ডার রিকি পুচকে ক্লাব ছাড়তে বলেছেন কোচ জাভি। পুচের প্রতি আগ্রহী জুভেন্টাস, আর্সেনাল, সেল্টা ভিগো, গ্রানাদার মতো ক্লাবগুলো

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

লিভারপুল
চার কোটি ইউরোর বিনিময়ে লিডস ইউনাইটেডের ইংলিশ মিডফিল্ডার ক্যালভিন ফিলিপসকে দলে আনতে পারে লিভারপুল, জানিয়েছে এল নাসিওনাল। শুধু তাই নয়, ফিলিপসকে পাওয়ার দৌড়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোও।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

চেলসি
বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে ৩ কোটি ৩০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসি দলে আনতে পারে এমনটা শোনা গেলেও দলবদল বিষয়ক সাংবাদিক ফাব্রিজিও রোমানো এই গুঞ্জনের কোনো সত্যতা পাননি। এই জানুয়ারিতে চেলসি ফুলব্যাক আনতে চায় দলে। ওদিকে চেলসির সেন্টারব্যাক আন্দ্রেয়া ক্রিস্টেনসেনকে আগামী গ্রীষ্মে ফ্রি তে দলে ভেড়ানোর ব্যাপারে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ দুই দলই আগ্রহী। ইন্টার মিলানের ক্রোয়েশিয়ান উইঙ্গার ইভান পেরিসিচকে দলে আনতে পারে চেলসি

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বিজ্ঞাপন

আর্সেনাল
জুভেন্টাসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থুর মেলোকে দলে চাইছেন আর্সেনালের কোচ মিকেল আরতেতা। আপাতত ধারে চাইলেও এ ব্যাপারে জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি কোনো সিদ্ধান্ত দেননি। আর্থুর চলে গেলে সে জায়গায় খেলানোর জন্য চেলসির ইংলিশ মিডফিল্ডার রুবেন লফটাস-চিককে আনতে পারে জুভেন্টাস। ওদিকে চেলসির সাবেক স্ট্রাইকার দিয়েগো কস্তাকে দলে আনতে পারে আর্সেনাল। এর মধ্যেই আতলেতিকো মিনেইরোর সঙ্গে নিজের চুক্তি বাতিল করে ফ্রি হয়েছেন স্পেনের এই স্ট্রাইকার

ম্যানচেস্টার ইউনাইটেড
ইংলিশ গোলকিপার ডিন হেন্ডারসনকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে দলে টানতে চাইছে সাউদাম্পটন, জানিয়েছে ফুটবল ইনসাইডার। ওদিকে অ্যান্থনি মার্সিয়ালকে বিক্রি করতে গিয়ে ঝামেলায় পড়েছে ইউনাইটেড। মার্সিয়ালের যা বেতন, সেটা দিতে রাজি হচ্ছে না আগ্রহী কোনো ক্লাবই। আর আগ্রহী ক্লাব মার্সিয়ালকে ধারে নিতে চাইলে সে ক্লাব যদি এই পুরো বেতন না দেয়, মার্সিয়ালকে ধরে রাখবে ইউনাইটেড

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নিউক্যাসল ইউনাইটেড
হাজারো চেষ্টা করেও লিলের ডাচ সেন্টারব্যাক সভেন বটম্যানকে পাওয়া হয়নি নিউক্যাসলের। বিকল্প হিসেবে সেভিয়া থেকে ব্রাজিলের ডিফেন্ডার দিয়েগো কার্লোসকে দলে চাইছে তারা। জানা গেছে, এর মধ্যেই কার্লোসকে সাপ্তাহিক এক লাখ পাউন্ড বেতনের একটা প্রস্তাব দিয়েছে নিউক্যাসল। ওদিকে মোনাকোর ফরাসি সেন্টারব্যাক বেনোয়া বাদিয়াশিলের জন্য নিউক্যাসলের ৩ কোটি ৩০ লাখ পাউন্ডের একটা প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। শুধু তাই নয়, আতালান্তা থেকে জার্মান লেফটব্যাক রবিন গোসেনসকেও দলে আনতে পারে নিউক্যাসল

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

জুভেন্টাস
পাওলো দিবালার চুক্তি নবায়ন নিয়ে ঝামেলায় পড়েছে জুভেন্টাস। চুক্তি নবায়ন হবে, দিবালার সঙ্গে কয়েক মাস আগে এ নিয়ে মৌখিকভাবে জুভেন্টাস এক মত হলেও এখন ক্লাবটা চাইছে নতুন চুক্তিতে দিবালা যেন কম বেতন নেন। আর এটাই রাগিয়ে দিয়েছে দিবালাকে। আগামী গ্রীষ্মে জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ হতে যাওয়া এই আর্জেন্টাইন স্ট্রাইকার যোগ দিতে পারেন ইন্টার মিলানে

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

রোমায় এসেছেন পর্তুগিজ মিডফিল্ডার সের্হিও অলিভিয়েরা
রোমায় এসেছেন পর্তুগিজ মিডফিল্ডার সের্হিও অলিভিয়েরাছবি : টুইটার
এসি মিলান
একজন সেন্টারব্যাক খুঁজছে এসি মিলান। এ লক্ষ্যে নতুন এক খেলোয়াড় পছন্দ হয়েছে তাদের। বোলোনিয়ার বেলজিয়ান ডিফেন্ডার আর্থুর থেটে কে দলে টানতে পারে তারা

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ইন্টার মিলান
উরুগুইয়ান মিডফিল্ডার মাতিয়াস ভেচিনোকে ৩০ লাখ পাউন্ডের বিনিময়ে বিক্রি করে দিতে রাজি হয়েছে ইন্টার মিলান। ফিওরেন্তিনার সাবেক এই মিডফিল্ডারকে দলে টানতে আগ্রহী লাৎসিও

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নাপোলি
আয়াক্স থেকে আর্জেন্টাইন লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকোকে দলে আনতে পারে নাপোলি, জানিয়েছে স্কাই স্পোর্ত ইতালিয়া। লরেঞ্জো ইনসিনিয়ার জায়গায় আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে রিভার প্লেট থেকে আড়াই কোটি ইউরোর বিনিময়ে দলে আনতে পারে নাপোলি

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বায়ার্ন মিউনিখ
লিডসের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে বেশ অনেক দূর এগিয়ে গিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া, নিশ্চিত করেছেন লিডসের কোচ মার্সেলো বিয়েলসা নিজেই। ফলে ব্রাজিলের এই উইঙ্গারকে পাওয়ার আশার পালে একটু হলেও ধাক্কা লাগল বায়ার্ন মিউনিখের। অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে বায়ার্ন

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ব্রাজিলে খেলতে গিয়েছেন আতলেতিকোর সাবেক ডিফেন্ডার দিয়েগো গোদিন
ব্রাজিলে খেলতে গিয়েছেন আতলেতিকোর সাবেক ডিফেন্ডার দিয়েগো গোদিনছবি : টুইটার
পিএসজি
ব্রেস্তের ফরাসি মিডফিল্ডার রোমাঁ ফাভ্রা জানিয়েছেন, তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পিএসজি। ফাভ্রাকে দলে নেওয়ার দৌড়ে আছে এসি মিলানও। অন্তত আরও দুই বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছেন দলটার অধিনায়ক মার্কিনিওস

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অন্যান্য
ম্যানেজার রাফায়েল বেনিতেজকে ছাঁটাই করতে যাচ্ছে ইংলিশ ক্লাব এভারটন। বরুসিয়া মনশেনগ্লাডবাখ জানিয়েছে, সুইস ডিফেন্ডার ম্যাথিয়াস জিন্টারের জন্য আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পায়নি তাঁরা। আগামী গ্রীষ্মে চুক্তি শেষ হতে যাওয়া এই ডিফেন্ডার মনশেনগ্লাডবাখের সঙ্গে চুক্তি বাড়াবেন না, আগেই জানা গিয়েছিল। তাঁর প্রতি আগ্রহী ইন্টার মিলানের মতো দল, সেটাও আগের খবর। কিন্তু জিন্টারের দাবি অনুযায় তাঁকে বেতন দিতে রাজি নয় ইন্টার। লাৎসিওর স্ট্রাইকার ভেদাত মুরিকিকে পাওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছে রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কো। ৩৫ লাখ ইউরোর বিনিময়ে আস্তোরিলে ব্রাজিলিয়ান উইঙ্গার চিকিনিওকে দলে আনছে উলভারহ্যাম্পটন। প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাব চাইছে ড্যানিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনকে

সর্বশেষ সম্পাদিত দলবদল
নানি : উইঙ্গার, পর্তুগাল (অরলান্ডো সিটি থেকে ভেনেজিয়া, ফ্রি)
হেসুস করোনা : উইঙ্গার, মেক্সিকো (এফসি পোর্তো থেকে সেভিয়া, ২৯ লাখ পাউন্ড)
দিয়েগো গোদিন : সেন্টারব্যাক, উরুগুয়ে (কালিয়ারি থেকে আতলেতিকো মিনেইরো, ফ্রি)
সের্হিও অলিভিয়েরা : মিডফিল্ডার, পর্তুগাল (এফসি পোর্তো থেকে এএস রোমা, ধার)
এদোন ঝেগরোভা : উইঙ্গার, কসোভো (এফসি বাসেল থেকে লিল, ৫৮ লাখ পাউন্ড)
ক্রিস উড : স্ট্রাইকার, নিউজিল্যান্ড (বার্নলি থেকে নিউক্যাসল ইউনাইটেড, ২ কোটি ৫০ মিলিয়ন পাউন্ড)
লুকাস দিনিয়ে : লেফটব্যাক, ফ্রান্স (এভারটন থেকে অ্যাস্টন ভিলা, ২ কোটি ৩০ লাখ পাউন্ড)
দাভিদ নেরেস : উইঙ্গার, ব্রাজিল (আয়াক্স থেকে শাখতার দোনেৎস্ক, ১ কোটি ২০ লাখ ইউরো)
আনোয়ার এল গাজি : উইঙ্গার, নেদারল্যান্ডস (অ্যাস্টন ভিলা থেকে এভারটন, ধার)
বোর্হা মায়োরাল : স্ট্রাইকার, স্পেন (এএস রোমা থেকে হেতাফে, ধার)
গঞ্জালো ভিলার : মিডফিল্ডার, স্পেন (এএস রোমা থেকে হেতাফে, ধার)
সেড্রিক বাকাম্বু : স্ট্রাইকার, কঙ্গো (বেইজিং গুয়ান থেকে অলিম্পিক মার্শেই, ফ্রি)
থিয়াগো মাইয়া : মিডফিল্ডার, ব্রাজিল (লিল থেকে ফ্লামেঙ্গো, ৩৪ লাখ পাউন্ড)
রিকার্দো কালাফিওরি : লেফটব্যাক, ইতালি (এএস রোমা থেকে জেনোয়া, ধার)
ফোলারিন বালোগুন : স্ট্রাইকার, ইংল্যান্ড (আর্সেনাল থেকে মিডলসব্রো, ধার)
জর্ডান লুকাকু : লেফটব্যাক, বেলজিয়াম (লাৎসিও থেকে ভিসেঞ্জা, ধার)

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

মেক্সিকান উইঙ্গার করোনা যোগ দিয়েছেন সেভিয়ায়
মেক্সিকান উইঙ্গার করোনা যোগ দিয়েছেন সেভিয়ায়ছবি : টুইটার
সম্পাদিত উল্লেখযোগ্য দলবদল
ফিলিপ কুতিনিও : আক্রমণাত্মক মিডফিল্ডার, ব্রাজিল (বার্সেলোনা থেকে অ্যাস্টন ভিলা, ধার)
ক্রিস্তফ পিওন্তেক : স্ট্রাইকার, পোল্যান্ড (হার্থা বার্লিন থেকে ফিওরেন্তিনা, ধার)
ভিতালি মাইকোলেঙ্কো : লেফটব্যাক, ইউক্রেন (দিনামো কিয়েভ থেকে এভারটন, ১ কোটি ৭৭ লাখ পাউন্ড)
ভ্যান্ডারসন : রাইটব্যাক, ব্রাজিল (গ্রেমিও থেকে মোনাকো, ৯৩ লাখ পাউন্ড)
ফেরান তোরেস : উইঙ্গার, স্পেন (ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ৪ কোটি ৬৩ লাখ পাউন্ড)
জোনাথন ইকোনে : উইঙ্গার, ফ্রান্স (লিল থেকে ফিওরেন্তিনা, এক কোটি ৩০ লাখ পাউন্ড)
আন্দ্রেয়া কন্তি : রাইটব্যাক, ইতালি (এসি মিলান থেকে সাম্পদোরিয়া, অপ্রকাশিত ফি)
এইনসলি মেইটল্যান্ড-নাইলস : মিডফিল্ডার, ইংল্যান্ড (আর্সেনাল থেকে এএস রোমা)
রাফিনিয়া আলকানতারা : মিডফিল্ডার, ব্রাজিল (পিএসজি থেকে রিয়াল সোসিয়েদাদ, ধার)
রিকার্দো পেপি : ফরোয়ার্ড, যুক্তরাষ্ট্র (এফসি ডালাস থেকে এফসি অগসবুর্গ, ১ কোটি ৪৮ লাখ পাউন্ড)
মিকায়েল কুসাঞ্চ : সেন্ট্রাল মিডফিল্ডার, ফ্রান্স (বায়ার্ন মিউনিখ থেকে ভেনেজিয়া, ৩৪ লাখ পাউন্ড)
ন্যাথান প্যাটারসন : রাইটব্যাক, স্কটল্যান্ড (রেঞ্জার্স থেকে এভারটন, ১ কোটি ২০ লাখ পাউন্ড)
সামির : সেন্টারব্যাক, ব্রাজিল (উদিনেসে থেকে ওয়াটফোর্ড, অপ্রকাশিত ফি)

You May Also Like