বিদেশি খেলোয়াড়রা পারফর্ম না করলে আরও বেশি ভালো: সালাউদ্দিন

163

বিপিএলের মূল আকর্ষণ বিদেশি খেলোয়াড়রা। আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই বিদেশিদের আগমন, চার-ছক্কায় মাঠ উত্তপ্ত। কিন্তু উইকেটে বাংলাদেশের রান খুব কম।বিশেষ করে শীতের এই সময়ে টি-টোয়েন্টির মতো ফরম্যাটে বিদেশি ব্যাটসম্যানরা কতটা ব্যাটিং উইকেট পাবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আর উইকেট-ব্যাটিং সহায়ক না হলে ‘ভাড়া’ ক্রিকেটাররা বিনোদন দিতে পারবেন না।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তবে বিদেশিরা পারফর্ম করতে না পারলে আরও ভালো হবে, মনে করছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার মতে, বিদেশিরা যদি দেশি খেলোয়াড়দের ছায়ায় ঢেকে যায় সেটাই বরং এদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে।আজ (সোমবার) গণমাধ্যমের সঙ্গে আলাপে সালাউদ্দিন বলেন, ‘যদি বিদেশি খেলোয়াড়রা পারফর্ম না করতে না পারে, এটা তো খুব ভালো। যদি দেশি খেলোয়াড়রা পারফর্ম করে, তাহলেই ভালো হবে। তারা যেহেতু এখানে খেলে অভ্যস্ত, তাদের পারফর্ম করা উচিত।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

কিন্তু টি-টোয়েন্টি টুর্নামেন্টে রান না আসলে কি টুর্নামেন্ট জমবে? উইকেট নিয়ে কী ভাবছেন সালাউদ্দিন? কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ এখন আর এই বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক কোনো মন্তব্য করতে চান না।তার কথা, ‘উইকেট নিয়ে কথা বলতে চাই না। ১২০ রানের হলে ১২০ রানের মতো খেলবে। ১৮০ রানের হলে তেমনভাবেই খেলবে। যেহেতু খেলা শুরু হয়ে গেছে, উইকেট নিয়ে আর কথা বলে লাভ নেই।’

You May Also Like