ব্রেকিং নিউজ: প্রধান কোচ হিসেবে বাংলাদেশে আসছেন স্টিভ রোডস

152

বাংলাদেশে আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ স্টিভ রোডস। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসর। নতুন খবর হলো এবার বিপিএলে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ স্টিভ রোডসও।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

দুইবারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করবেন রোডস। রোডস ২০১৮ সালের জুনে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন। তার অধীনে বাংলাদেশ প্রথমবারের মতো দুই বা ততোধিক দলের কোনো টুর্নামেন্ট জিতেছে।

কিন্তু

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

২০১৯ সালের বিশ্বকাপের ব্যর্থতার কারণে রোডসকে বরখাস্ত করে বিসিবি। বিপিএলের এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন। তবে শুরুর দিকে কুমিল্লার হেড কোচ হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক সম্মতি দেননি সালাউদ্দিন।তাই দলের হেড কোচের খোঁজে রোডসের সঙ্গে যোগাযোগ করে দলটি। পরে অবশ্য কুমিল্লার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন সালাউদ্দিন। তাই তাকে প্রধান কোচ করে রোডসকে পরামর্শক হিসেবে কাজে লাগানোর পথে হাঁটছে দুইবারের বিপিএল চ্যাম্পিয়নরা।

You May Also Like