দলে সুযোগ না পেয়ে রাস্তার পাশে চানা বিক্রি করছেন পাক পেসার ওয়াহাব রিয়াজ! (ভিডিও)

inCollage 20220116 181626936 compress54

পাকিস্তান দলের কিছুদিন আগেও সময়ের অন্যতম সেরা পেসার হিসেবে ধরা হতো ওয়াহাব রিয়াজকে। বর্তমানে বিভিন্ন লিগে খেললেও দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ সুযোগ পাচ্ছেন না ওয়াহাব। এবার এক রাস্তার পাশে ঠেলা গাড়িতে করে ‘চানা’ বা ভুট্টা বিক্রি শুরু করলেন পাকিস্তান তারকা ফাস্ট বোলার!

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

গত সোমবার ১০ জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওয়াহাব নিজেই নিজেকে ‘চানা বিক্রেতা’ হিসেবে দাবি করে এক ভিডিও পোস্ট করেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আজকের জন্য আপনাদের চানাওয়ালা চাচা। আপনাদের অর্ডার পাঠান, কি বানাব এবং কত টাকার বানাব বলুন।’

পাকিস্তান তারকা এমন অবতার দেখে তো সকলে অবাক ও মজা পেয়েছেন। ক্রিকেটভক্ত থেকে শুরু পাকিস্তান ক্রিকেটারেরাও ওয়াহাবের এই ভিডিওতে কমেন্ট করেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ ওয়াহাবের ভিডিয়োর জবাবে লেখেন, ‘ওয়াহাব কাকা, আমিও চানা খেতে চায়।’

উল্লেখ্য, ৩৬ বছর বয়সী ওয়াহাব, পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯১টি ওয়ান ডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে ২০২০ সালের পর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে তাঁকে দেখা যায়নি।

You May Also Like