২৯ বলে ১১৮ রানের দানবীয় সেঞ্চুরী; বাংলাদেশ খুজে পেল বাংলার গেইল (ভিডিও)

inCollage 20220114 193909785

ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে শনিবার মুখোমুখি হবে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল। ফাইনালে মধ্যাঞ্চল পাবে না তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে হাই ভোল্টেজ ফাইনালের আগে মধ্যাঞ্চলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন, ফাইনাল নিয়ে কোনো চাপ কাজ করছে না।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাকিব খেলেননি তৃতীয় রাউন্ডেও। সেই ম্যাচে দলও হেরেছে। আগের দুই ম্যাচে পাওয়া জয়ে অবশ্য নিশ্চিত হয়েছে ফাইনাল।

সেই সাকিবকে ছাড়া ফাইনাল খেলার আগে চাপ থাকা অস্বাভাবিক নয়। তবে মোসাদ্দেকের দাবি, তিনি বা দল কেউই চাপে নেই। এছাড়া দলের দুই জয়ের নায়ক মোসাদ্দেক ব্যক্তিগত পারফরম্যান্স বা অর্জন নিয়েও ভাবছেন না বলে জানান।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

মোসাদ্দেক বলেন, ‘আমি বা আমার দল কেউ চাপে নেই। আশা করছি ভালো একটা ম্যাচ হবে। এ নিয়ে আশাবাদী। নিজের পারফরম্যান্সে সন্তুষ্টির জায়গা পুরোপুরি নেই। খেলার সময় দলই বেশি প্রাধান্য পায়। নিজের জন্য খেলার চেয়ে দলের জন্য খেলা জরুরী। সেটা করতে পেরে খুশি। আলাদা কোনো চাপ না। আমরা গত ম্যাচ থেকে অনেক শিক্ষা নিয়েছি যা পরবর্তী ম্যাচে কাজে লাগবে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সাকিব জয়ের পেছনে ফ্যাক্ট কি না এমন প্রশ্নের জবাবে মোসাদ্দেক বলেন, ‘সাকিব ভাই সবসময়ই একটা ফ্যাক্ট। শুধু ফ্যাক্ট না, সে যে দলে থাকবে সে দল অন্যান্য দলের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে।’
আরিফুলের ২৯ বলে ১১৮ রানের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

You May Also Like