বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে কখন

inCollage 20220114 124350723

ওয়েস্ট ইন্ডিজে আজ পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের। ১৬টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৫ ফেব্রুয়ারি।
আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। চারটি গ্রুপে চারটি করে দল রেখে গ্রুপ করা হয়েছে। ‘বি’ গ্রুপে উগান্ডার পাশাপাশি রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। উগান্ডা এই প্রতিযোগিতায় এই প্রথমবারের মতো অংশ নিচ্ছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

‘সি’ গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি। ‘ডি’ গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। এই টুর্নামেন্টে খেলছে না নিউজিল্যান্ড। কোয়ারেন্টাইন বিধিমালার কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে তারা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ওয়েস্ট ইন্ডিজের চার দেশের দশটি ভেন্যুতে আয়োজিত হতে যাচ্ছে এই আসর। ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে অ্যান্টিগুয়া ও বারমুডা, গায়ানা, সেন্ট কিটস ও নেভিস এবং ত্রিনিদাদ ও টোবাগো। গ্রুপ পর্বের খেলা শেষে প্রত্যেকটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলবে কোয়ার্টার ফাইনালে। ফাইনালসহ এই আসরে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ৪৮টি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর দক্ষিণ আফ্রিকায় পরাশক্তি ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল যুবা টাইগাররা। এই পথে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন আকবর আলি। এবার লাল-সবুজের আর্মব্যান্ড রাকিবুল হাসানের কাঁধে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

যুব বিশ্বকাপে ২০০৪ ও ২০০৬ সালে একমাত্র দেশ হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে শুধু পাকিস্তানের। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে আছে রেকর্ড স্পর্শের হাতছানি।

আসরের আগে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৫ রানের জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে রাকিবুলদের। ১৬ জানুয়ারি সেন্ট কিটসে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। কী পরিকল্পনা এবার যুবাদের।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান বলেন, গতবারের মতো এবারও আমরা ভালো দল। এবার দলে অনেক অলরাউন্ডার আছে গতবার যা ঘাটতি ছিল। তাও আমরা ভালো করেছিলাম। এবারের দল ভারসাম্যপূর্ণ। আমরা প্রথমে পরিকল্পনা করছি যেন সেমিফাইনাল খেলতে পারি। এ ছাড়া আমাদের তো ছোট ছোট লক্ষ্য, যেমন গ্রুপ পর্ব একটি একটি ম্যাচ করে এগোনো।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে পার্থক্য আছে অনেক। তবে, এ নিয়ে ভাবছে না রাকিবুলরা। ক্যারিবিয়ান কন্ডিশনও নাকি অনেকটাই চেনা হয়ে গেছে রাকিবুলদের। এ ছাড়া চাপমুক্ত হয়ে পরিকল্পনা অনুযায়ী খেলার লক্ষ্য তার। অধিনায়ক বলেন, চাপ তো থাকেই। এসব নিয়ে ভাবলে চাপ আরও বাড়বে। আপাতত প্রথম ম্যাচটা নিয়ে ভাবছি।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বাংলাদেশের সূচি

১৬ জানুয়ারি, বাংলাদেশ ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টা।
২০ জানুয়ারি, বাংলাদেশ ও কানাডা। বাংলাদেশ সময় রাত ৮টা।
২২ জানুয়ারি, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ সময় রাত ৮টা।

You May Also Like